হাসিনার লজ্জ্বার কথা ফাঁস করে দিলেন দিপু মনি !!!

লিখেছেন লিখেছেন বিডি রকার ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০৫:১১ দুপুর

সদ্য প্রকাশ হতে যাওয়া নিজের আত্মজীবনী মুলক বইতে শেখ হাসিনার আসল চরিত্র প্রকাশ করে দিলেন এক সময়ে শেখ হাসিনার অত্যান্ত প্রিয়ভাজন দিপু মনি ।

তার প্রকাশ হতে যাওয়া আত্মজীবনী মুলক বই “সোনালী পাঁচ বছর ” থেকে কিছু অংশ তুলে ধরা হলো :-

” বঙ্গ ভবনে বসে দলীয় নীতি নির্ধারনী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আমরা কয়েকজন মন্ত্রী । খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল - এমন সময় শেখ হাসিনার দিক থেকে পুত করে একটা আওয়াজ আসলো ।

মুহুর্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়লো ঘরে । শেখ হাসিনা বিব্রত ভঙ্গিতে বলে উঠলেন , চেয়ার মেঝের সাথে ঘষা খেয়েছে তো ! তাই শব্দ হলো ।

এ সময় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু হাসতে হাসতে বলে উঠেন , ম্যাডাম চেয়ারের সাথে মেঝের ঘষা লাগলে যে গন্ধ বের হয় এটা জীবনে প্রথম দেখলাম !

এই কথা শুনে প্রচন্ড বিব্রত হন শেখ হাসিনা ।তিনি লজ্জা পেয়ে প্রতি উত্তরে কিছুই বলতে পারলেন না । একটু পরে তিনি নিজেকে সামলে নিয়ে ইনু সাহেবকে বললেন , আপনারা বাম দলেরা সব সময় দুই লাইন বেশী বোঝেন বলেই রাজনীতিতে এখনো সংখ্যা লঘু হয়ে রইলেন ।

অন্যের নৌকায় চরে পথ পাড়ি দিচ্ছেন । এ সময় বঙ্গ বন্ধু কন্যা প্রচন্ড রেগে ছিলেন । ইনু সাহেব এ কথার কোন জবাব দিলেন না । সেদিনের

আলোচনা ওখানেই শেষ হয়ে গেল … “

—————–

জানা গেছে দিপু মনি তার বইতে মজার ঘটনা হিসেবে উক্ত ঘটনাটা বর্ননা করেছেন ।

কিন্তু ঘনিষ্ঠ সুত্র থেকে জানা গেছে ,শেখ হাসিনা এই ঘটনা প্রকাশ করাকে ভাল ভাবে দেখছেন না । তিনি দিপু মনির বই থেকে এই অংশটা বাদ দিয়ে তারপর বই ছাপাতে বলেছেন ।

অনেকেই বলাবলি করছেন , পররাষ্ট্রমন্ত্রী থেকে দিপু মনিকে বাদ দেবার কারনে দিপু

মনি প্রতিশোধ হিসেবে তার বইতে এই ঘটনা বর্ণনা করেছেন ।

(সূত্র :- কালের কন্ঠ অনলাইন

--

সংগৃহীত

বিষয়: রাজনীতি

২৬৩২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171415
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
171416
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
171417
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
বিন হারুন লিখেছেন : প্রকাশের আগেই প্রকাশ Thinking
171447
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
জেদ্দাবাসী লিখেছেন : শেখ হাসিনা পাদ দিয়ে লজ্জাতে কথাটা ঘুরিয়ে দিয়েছেন,কমবু্দ্ধির ইনু সেটা বুঝে অথবা না বুঝে সরাসরি মুখের উপর বলে লজ্জা দিলেন,ইসলামের সামান্যতম জ্ঞান তাকলে ইনু এই কাজটি করতেন না। তবে হাসিনা মিথ্য না বলে একটা হাসি দি্যে পরিবেশ হালকা করে দিতে পারতেন।
যেমন মুনিব তেমন চাকর ।

ধন্যবাদ ষহেয়ার করার জন্য ।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
126888
বিডি রকার লিখেছেন : যেমন মুনিব তেমন চাকর !!
Winking
171453
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : উনারতো কোন লজ্জা শরম আছে বলে মনে হয় না।
171462
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
বুড়া মিয়া লিখেছেন : Rolling on the Floor
171464
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
বুড়া মিয়া লিখেছেন : বুড়ী-হুটকীগুলাও দেখি গ্রীজ ব্যবহার কইরা রস দেয় আমাগো
171470
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৬
আমি মুসাফির লিখেছেন : এই সব বিষয় নিয়ে না লেখায় ভাল । শুনতেও খারাপ লাগে। হাসনিার কোন শরম নাই এটাতো তিনি প্রতি পদে পদে প্রমাণ করেছেন এবং করছে ।
171499
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : পাখি মন্ত্রীকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।
১০
171544
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
তহুরা লিখেছেন :
১১
171546
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
আবু আশফাক লিখেছেন : এটি যদি সত্যিই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে দিপু মনিকে কি বলা যেতে পারে?
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
135965
বিডি রকার লিখেছেন : Yahoo! Fighter Rolling on the Floorকি ?? Angel
১২
171547
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
তহুরা লিখেছেন :
জয়ের শালী-
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
127006
বিডি রকার লিখেছেন : Rolling on the Floor
১৩
173293
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
বিডি রকার লিখেছেন : কেন মুসাফির সাহেব !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File