ভাল্লাগেনা আর ব্যাংকে চাকরি

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ০৪ জুন, ২০১৩, ০৯:৪৯:৩৬ রাত



ভাল্লাগেনা আর ব্যাংকে চাকরি

নয়টা থেকে আটটা,

সারাদিনের ব্যস্ততাতে

হাঁফিয়ে উঠে জানটা।

সবাই ভাবে ব্যাংকারেরা

অনেক অনেক সুখি,

কিন্তুরে ভাই পৃথিবীতে

তারাই আসল দুঃখি।

শত চেষ্ঠায় যায়না পাওয়া

ক্লায়েন্টের মন,

তারা ভাবে ধরার মাঝে

ওরাই মহাজন।

একটুখানি বুঝার ভুলে

বসের কাছে নালিশ,

ক্লায়েন্ট হ্যাজ নো রঙ

এটাই বসের সালিশ।

ব্যাংক জবে অধৈর্য্যটা

যায় যদি বেড়ে,

বিদায় তারে জানাবো

দক্ষিণ হস্ত নেড়ে।

http://beautfulbd.blogspot.com/2013/06/job-in-bank.html

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File