ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৫
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৪ জুন, ২০১৩, ০৮:৪৬:৪৫ সকাল
ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান :পর্ব-০৪ এখানে
প্রশ্ন-৪১. ক্ষুদ্রতম সূরার আয়াত সংখ্যা কত?
উত্তর : ৩ (তিনটি)।
প্রশ্ন-৪২. ক্ষুদ্রতম সূরার নাম কী?
উত্তর : সূরা আল কাউসার (১০৮ নং সূরা)।
প্রশ্ন-৪৩. প্রতিটি সূরাই কি বিসমিল্লাহির রাহমানির রাহিম দ্বারা সূচিত হয়েছে?
উত্তর : না; ১২৯ টি আয়াত সমন্বয়ে গঠিত আল-কুরআনের সূরা-আত-তাওবাহ ব্যতীত সকল সূরাই বিসমিল্লাহির রাহমানির রাহিম দ্বারা সূচিত হয়েছে।
প্রশ্ন-৪৪. প্রতিটি সূরার কি শিরোনাম বা নামকরণ রয়েছে?
উত্তর : হ্যাঁ।
প্রশ্ন-৪৫. কে সূরাসমূহ সাজিয়েছিলেন?
উত্তর : মালায়েক জিবরাইল (আঃ)-এর তত্ত্বাবধানে হযরত মুহাম্মদ (সাঃ) সূরা সাজিয়েছিলেন।
প্রশ্ন-৪৬. আলেমে দ্বীনগণ কীভাবে সূরাসমূহ চার ভাগে ভাগ করেছিলেন?
উত্তর : দীর্ঘতম সূরা (আল-তিওয়াল); ২-১০ নং সূরা;
১. দৈর্ঘ্যের দিক থেকে মধ্যম সূরাসমূহ (আল-মা’উন); প্রতিটি সূরার আনুমানিক দৈর্ঘ্য ১০০ আয়াত; ১১-৩৫ নং সূরা।
২. আল-মিজানা, প্রতিটির আয়াত সংখ্যা ১০০ এর কম; ৩৬-৪৯ নং আয়াত।
৩. আল-মুফাস্সল, শেষ ধারা; ৫০ থেকে ১১৪ নং সূরা।
প্রশ্ন-৪৭. জুয’ বলতে কী বুঝায়?
উত্তর : জুয’ বলতে বুঝায় নির্দিষ্ট অংশের উপ-বিভাগ এবং আল-কুরআনে এই পরিভাষাটি ব্যবহৃত হয়েছে কুরআনকে নির্দিষ্ট ভাগে বিভক্ত করার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে। এই হিসেবে প্রায় সমান দূরত্ব রেখে আল-কুরআনকে ৩০টি জুয’-এ ভাগ করা হয়েছে।
প্রশ্ন-৪৮. হিজব (বহুবচনে আহজাব) বলতে কী বুঝায়?
উত্তর : আল-কুরআনের প্রতিটি জুয’ চারটি হিজব- এ বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি হিজবকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে; হিজবের প্রথম ভাগ, অর্ধভাগ এবং তৃতীয় ভাগ।
প্রশ্ন-৪৯. আল-কুরআনের তরজমাকে কী কুরআন বলে অভিহিত করা যায়?
উত্তর : না। মূল আরবী ভাষায় নাযিলকৃত আয়াতের ব্যাখ্যা বলা যেতে পারে।
প্রশ্ন-৫০. আল-কুরআন সম্যকভাবে উপলব্ধি করতে আরবী জানা কি পূর্বশর্ত?
উত্তর : হ্যাঁ।
ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : পর্ব-০৬ এখানে
বিষয়: বিবিধ
৩৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন