নক্সী কাঁথার মাঠ - নয়

লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ২৫ নভেম্বর, ২০১৩, ১০:৩৮:২২ সকাল

মৎস্য চেনে গহীন গম্ভ পঙ্খী চেনে ডাল;

মায় সে জানে বিটার দরদ যার কলিজার শ্যাল!

নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ;

জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত।


-গাজীর গান

.

আষাঢ় মাসে রূপার মায়ে মরল বিকার জ্বরে,

রূপা সাজু খায়নি খানা সাত আট দিন ধরে।

লালন পালন যে করিত "ঠোঁটের" আধার দিয়া,

সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া।

ঘামলে পরে যে তাহারে করত আবের পাখা ;

সেই শাশুড়ী মরে, সাজুর সব হইল ফাঁকা।

সাজু রূপা দুই জনেতে কান্দে গলাগলি ;

গাছের পাতা যায় যে ঝরে, ফুলের ভাঙে কলি।

এত দুখের দিনও তাদের আস্তে হল গত,

আবার তারা সুখেরি ঘর বাঁধল মনের মত।

.

- জসীমউদ্দীন

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File