ঝিঙেফুলের পুঁথি পাঠের আসর
লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ১০ জানুয়ারি, ২০১৪, ০৫:২০:২৯ বিকাল
শুনেন শুনেন শুনেন সবাই শুনেন দিয়া মন,
ঝিঙেফুলের কথা এখন করিব বর্ণন।
‘ঝিঙেফুল’ নামটি নিয়ে ব্লগে এসেছিলাম,
কভু কিছু লিখবনা এইরূপ ভেবেছিলাম।
সবার লেখায় গিয়ে গিয়ে শুধুই কমেন্ট করি,
এভাবেই ঝিঙেফুলের দিন যায় গুজারি।
.
সবাই শুধু জানতে চায়,’ লিখনা ক্যান তুমি?’
লাজুক হেসে বলি তাদের, ‘কি লিখবোগো আমি।
কত সুন্দর করে তোমরা লিখ নানান কথা,
পড়তেই আমি ভালোবাসি, মনে নাই ব্যাথা।
এইভাবেই দিনগুলি করছিলাম পার,
এইবার মোরে লিখতে বলে হারিকেন, রাহবার।'
.
হারিকেন বললো, ‘আপু শোন আমার কথা,
দেখে দেখে লিখে দাও কোন প্রিয় কবিতা।
তাই আমরা মজা করে পড়ে নিব সবে,
এভাবেই দেখবে একদিন নিজে লিখতে পারবে।'
তারপর শুরু হইলো ব্লগ লেখার পালা,
শেয়ার করতে গিয়ে দেখি বহুত ঝামেলা।
.
শেয়ার করা লেখা কেহ পড়তে নাহি চায়,
মনে বড়ই দুঃখ এলো হায়! হায়!! হায়!!!
সবাই মোরে বলে এবার ‘নিজে লিখ কিছু!’,
সব কথাই শুনে গেলাম করে মাথা নীচু।
শোন ভাই! শোন বোন!! শোন মন দিয়া,
আজ আমি যাব চলে এই ব্লগ ছাড়িয়া।
.
শোন! আমি কাউকে আর করবোনা জ্বালাতন,
আর কভু জানাবোনা পড়ার আমন্ত্রণ ।
কাহাকেও কষ্ট দিয়ে থাকি যদি আমি,
ক্ষমা করে দিও আমার সকল পাগলামি।
এই কথা বলে আমি এইবার বিদায় নিলাম,
তোমাদের কাছে আমার কথা বলে গেলাম।
[ কষ্ট করে সবাই তোমরা পুঁথি পড়ার সুরে,
আমার এই পঁচা লেখা পড়ে নিও ধীরে]
ছবি কৃতজ্ঞতাঃ সুর্যের পাশে হারিকেন
বিষয়: বিবিধ
২৯৩৫ বার পঠিত, ১০৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(পুথিঁতে আমার নিকনামটা দেখে) আমার অনুরোধটা মনে রাখছেন এবং বাস্তাবায়নও করেছেন (সফলও হয়েছেন) দেখে খুব খুশি লাগতেছে। থ্যাংক্স আপুমণি, লক্ষীআপু .... প্লীজ ব্লগছেড়ে চলে যায়েন না ।
অবশ্যই (অবশ্যই) ব্যবহার করতে পারবেন।
http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/light/1389356217.jpg
কেন যাবেন আপনি ।আপনি কত সুন্দর পুঁথি লিখছেন এরকম আরো লিখবেন আশা করি ।
ধন্যবাদ.....দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।
খুবই মজার হয়েছে!
কোথায় যাবেন?
আপনার পুঁতি পড়ার আসরে আইসা পড়ছি -- আর শুর করে পড়েন ভাইজান ---
ধন্যবাদ.....দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।
ধন্যবাদ.....দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।
কোথায় জাবেন ঝিঙে , আপনি দারান একটু খানি।
রাগ করছেন ভাইয়ের উপর, আমরা তাহা জানি,
উদুর লাঠি বুদুর ঘাড়ে, দিতেছেন আপুনি।
ঔ দেখেন হারিকেন কাইদা কাইদা কয়,
আমাদের ছারিয়া আপুনি জাবেন না নিশ্চয়।
হারিকেন তুমি মাফ চাও কানেতে ধরিয়া,
অনেক জালাইচো ঝিঙেপুরে একেলা পাহিয়া।
আমরা সবাই ব্লগ বাসী আপনারে কই,
ছাইরা জাইবেননা আমাদেরে দিয়া কিছু খই।
এর পরে আর ভুল হইবেনা কমেন্টও করিতে,
জিগাইবোনা কেউ আপনারে, লেখাও লিখিতে।
আসেন আসেন ফিরা আসেন দয়াও করিয়া,
আমরা সবাই বইসা আছি হারিকেন লাগাইয়া।
হারিকেনের চোখের পানি নাক গড়ায়া পড়ে,
আপুনি না আসিলে বুঝি হার্ট ফেইল করে।
সারাংশ: ফিরে আসেন অভীমান ভুলে।
পুথির নাম: হারিকেননামা
ঝিঙে কি সত্যিই চলে গেছে? আমার ভীষণ কান্না পাচ্ছে!
ঔ দেখেন হারিকেন কাইদা কাইদা কয়,
আমাদের ছারিয়া আপুনি জাবেন না নিশ্চয়।
হারিকেন তুমি মাফ চাও কানেতে ধরিয়া,
অনেক জালাইচো ঝিঙেপুরে একেলা পাহিয়া।
এতো পুথি....
তোমার মাথা ঠিক আছে
ধন্যূবাদ হ্যারি
পুথির নাম: হারিকেননামা
তো, "নাক ধরে ক্ষমা" চাইতে পারবো এক'শ বার
আপনার পুথির নাম হবে ইমরাননামা।
ওয়াও এটাই হলো সুন্দর নাম।
হারিকেননামা খুব সুন্দর নাম। দেখো হারিকেন কি খুশি হয়েছে যে, হাসতে হাসতে কেদে ফেলছে
আর, ঝিঙে কে আমার চেয়ে হারিকেনডা বেশি জালাতন করে ব্লগ থেকে তারাইছে তাই আমার লেখাটা হারিকেনের নামে উৎসর্গ করেছি।
আপনি লিখলেন "লিখলেন আপনি আর পুথির নাম দিলেন হারিকেননামা এটাতো মানতে পারবোনা,"
আপনিকি সেই ঝিঙেফুল????? পিলিস উত্তর দেন.....
রাহবার,বলছিল ঝিঙে নাকি এই ব্লগেই আছে.....পিলিস পিলিস পিলিস।
আপনাকে কেউ আর জালাতন করবে না। ইনশাআল্লাহ তবে হারিকেনের কথা বলতে পারি না।
এতদিন দিয়েছ লেখা শরৎ দাদার৷
আজ তুমি দিলে কিছু, নিজ গুনে লিখে,
অবাক হইনু বড় আমি তাহা দেখে৷
যেওনা যেওনা ছেড়ে, আমাদের বাড়ি,
তাহলে হয়ে যাবে, তোমা সাথে আড়ি৷৷
খুবই মজার হয়েছে!
কোথায় যাবেন?
তোমাদের কাছে আমার কথা বলে গেলাম।" আরে সব দেখি আবেগে অস্হির হয়ে গেছে। আরে এটা পুথির নিয়ম শেষে এভাবে বিদায় নিতে হয়।
শুনেন শুনেন ব্লগবাসী শুনেন দিয়া মন
ঝিঙ্গে ফুলের আসরে জানাই আমন্ত্রন
হ্যারিকেন,রাহ’বার বলেছে ঠিক কথা
শেয়ার করা আপু এখন লিখে কবিতা
বলবো না করেও বলা হলো সবি
ছন্দ শিখে বৃত্তাপু হয়ে গেলেন কবি
সুর আর ছন্দে হয়েছে তা বেশ
হৃদয়ে গেঁথেছে সবার কাটেনি তার রেশ
আহা বেশ বেশ বেশ
পঁচা কাব্য করিলাম পাঠ পুঁথিরও সুরে
বাকী কথা পরে হবে আগে আসি ঘুরে
পুথি পাঠ লিখে আপনি কবি হলেন ক্যামনে? শিখে বৃত্তাপু হয়ে গেলেন কবি
বৃত্তাপুও লিখেছেন একদম পারফেক্ট।
বৃত্তাপু আপনারটাও অনেক মজা করে পড়েছি।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিজের লিখা পোস্ট করে নিজের দক্ষতা ও মেধার পরিচয় জানান দেয়ার জন্য। আপনাকে নিয়মিত লেখালেখি চালিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।
আপু দেখে কিছু বলিনা তাই
এত চমৎকার কাব্য
২৫টা পুথির আসর বসাতে হবে
হুমমমমমমমমম
আর কভু জানাবোনা পড়ার আমন্ত্রণ ।
হোয়াই দিস কলাভেরী ডী?
ফিরে আসুন প্লিজ
ঝিঙেপু ঝিঙেপু গেছো কোথায় তুমি
ব্লগ পাড়ায় আমরা সবাই তোমার অপেক্ষায় মরি।
(ঝিঙেপু আমাদের ছেড়ে চলে যেওনা ফিরে আসো প্লিজ। সুরে সুরে পড়লাম অনেক ভালো লেগেছে।)
আপনার রুচি / আপনার ভালো লাগা / না লাগা তে আমি জোর করছি , তা কিন্তু নয়। @ঝিঙেপু
কোমরে দড়ি বেধে রেখেছি তায়
মন্তব্য করতে লগইন করুন