বিন্দুর ছেলে-নয়[শেষ পর্ব]

লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ০৯ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৬:৪৮ বিকাল



কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল, তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল। দ্বিতীয় দিন দুই-তিনবার মূর্ছা হইল—তাহার শেষ মূর্ছা আর ভাঙ্গিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নাড়ী একেবারে বসিয়া গিয়াছে। সংবাদ পাইয়া মাধব আসিলেন। সে স্বামীর পায়ের ধূলা মাথায় লইল, কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল, শত অনুনয়েও একফোঁটা দুধ পর্যন্ত গিলিল না।

মাধব হতাশ হইয়া বলিলেন, আত্মহত্যা ক’চ্চ কেন?

বিন্দুর নিমীলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর। শুধু হাজার-দুই টাকা নরেনকে দিয়ো, আর তাকে পড়িয়ো, সে আমার অমূল্যকে ভালবাসে।

মাধব দাঁত দিয়া জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন।

বিন্দু ইঙ্গিত করিয়া তাঁহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়।

মাধব সে ধাক্কা সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন, দেখবে কাউকে?

বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না থাক।

বিন্দুর মা আর একবার ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন, বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল।

মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, সে হবে না বিন্দু। আমাদের কথা শুনলে না, কিন্তু যাঁর কথা ঠেলতে পারবে না, আমি তাঁকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখেতে পাই, বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে-রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল।

তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল; মাধব ঘরে ঢুকিয়া দীপ নিবাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সুমুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে?

এই আসচি। দাদা পাগলের মত ভয়ানক কান্নাকাটি কচ্চেন।

বিন্দু আস্তে বলিল, তা জানি। তাঁর একটু পায়ের ধুলো এনেচ?

মাধব বলিলেন, তিনি বাইরে বসে তামাক খাচ্চেন। বৌঠান হাত-পা ধুচ্চেন, অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুইয়ে দিয়েচি, তুলে আনব?

বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া ‘না, ঘুমোক’ বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল।

অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিট-খানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোটো, মরবি বলে?

বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমার বুক ফেটে যাচ্ছে, তুই বুঝতে পাচ্চিস?

বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্চি দিদি।

তবে মুখ ফেরা। তোর বঠ্‌ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্যে নিজে এসেচেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েচে। কথা শোন, মুখ ফেরা।

বিন্দু তথাপি মুখ ফিরাইল না। মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে বল—

অন্নপূর্ণা বলিলেন, বলচি রে ছোটো, বলচি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়।

এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন। যাদব একমুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবৃতা তাঁহার অশেষ স্নেহের পাত্রী ছোটবধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চল মা, আমি নিতে এসেছি।

তাঁহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আর একমুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমিই এসে আমার সংসারের মা-লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি; তা মা শোন, যখন এসেচি, তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয়, ও-মুখো আর হব না। জান ত মা, আমি মিথ্যে কথা বলিনে!

যাদব বাহিরে চলিয়া গেলেন।

বিন্দু মুখ ফিরাইয়া বলিল, দাও দিদি কি খেতে দেবে। আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম কর গে। আর ভয় নেই—আমি মরব না।

-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিষয়: বিবিধ

২০৯৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160758
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫১
ইমরান ভাই লিখেছেন : সুবহানাল্লাহ...........খুব খুশি লাগছে......এবার ইসলামিক বই থেকে বেছে নিয়ে লেখা শুরু করুন। Day Dreaming Day Dreaming Day Dreaming
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
115427
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
160762
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০০
আলোর আভা লিখেছেন : আপু আমারও খুব খুশী লাগছে .....এবার আশা করি আপনার কোন লেখা পড়ার ।
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
115428
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
160820
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : এসেছিলাম৷
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১০
115305
ধ্রুব নীল লিখেছেন : আমিও
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
115429
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
160925
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১১
ধ্রুব নীল লিখেছেন : চলে গেলাম
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
115430
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
160967
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪৭
ভিশু লিখেছেন : Rose Rose Rose
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
115431
ঝিঙেফুল লিখেছেন : Good Luck Good Luck Good Luck
160993
১০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:১৯
সায়েম খান লিখেছেন : ভাল লাগলো, এবার নিজেও কিছু লিখুন প্লিজ!
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
115432
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
161000
১০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৮
আওণ রাহ'বার লিখেছেন : এবার নজরুল এর কোন সুন্দর লেখা শেয়ার করুন। Tongue Tongue
ঝিঙেপু নজরুল-> এর পরে ফররুখ তারপরে বলবো খন।
এই পর্বটি Happy Happy Good Luck Good Luck
১০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
115433
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
161516
১১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪০
জোবাইর চৌধুরী লিখেছেন : Rose Good Luck @};
ভালো লাগলো
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৫
156642
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ.....দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।
288356
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
সত্য নির্বাক কেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
232785
ঝিঙেফুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
232786
ঝিঙেফুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
232787
ঝিঙেফুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
232788
ঝিঙেফুল লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File