Music Music'ফিরে এসো....ফিরে এসো......'Music Music

লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ২৮ মে, ২০১৫, ১১:০৮:৫০ সকাল

ব্লগে হারানো ব্লগারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অনেক দিন পরে এলাম।

হ্যারি নাই, আওন নাই, ইমরান ভাই নাই।

কবিতা আপা, জারা, আফরোজা হাসান, আরোহী রায়হান, গন্ধসুধা, জোছনার আলো, রোদের আলো কোথায়?

ভিশুভাই, রেহনুমা আপা, পবিত্র আপু, মিশেল, কোহেলি শুকনোপাতা হারিয়ে গেল কেন?

রুবাইয়ার খবর কি কারও কাছে আছে?

জোবাইর ভাই কই?

কোথায় আমাদের সায়েম ভাই?

নতুন নতুন অনেককে দেখে ভালো লাগছে। কিন্তু পুরনোরা সব কোথায়?

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323016
২৮ মে ২০১৫ সকাল ১১:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : Surprised Surprised Surprisedআপনি কই ছিলেন !
২৮ মে ২০১৫ সকাল ১১:১৮
264290
ঝিঙেফুল লিখেছেন : হারানো তালিকা থেকে প্রাপ্তিতালিকায় চলে আসলাম আপামণি Big Grin
২৮ মে ২০১৫ সকাল ১১:২০
264291
বৃত্তের বাইরে লিখেছেন : স্বাগতম! Big Hug স্টিকি শুভেচ্ছাLove Struck Rose Rose Rose
২৮ মে ২০১৫ সকাল ১১:২২
264293
ঝিঙেফুল লিখেছেন : চোখে কি আপনার সমস্যা?Tongue না কি আমার?Worried স্টিকি পাইলেন কই??Surprised
২৯ মে ২০১৫ রাত ১০:০৫
264695
বৃত্তের বাইরে লিখেছেন : আবার যদি চলে যান তাই শুভেচ্ছা টা স্টিকি করে রাখলাম Happy
৩১ মে ২০১৫ দুপুর ১২:১১
264978
ঝিঙেফুল লিখেছেন : Love Struck Love Struck Love Struck
323019
২৮ মে ২০১৫ সকাল ১১:৫৪
হতভাগা লিখেছেন : উনারা মনে হয় ব্লগার থেকে লিখকে রুপান্তরিত হচ্ছেন , তাই হাইবারনেশনে চলে গেছেন ।

হয়ত ফিরেও আসবেন নিজের কিছু বই এর প্রপাগান্ডা করতে ,করাতে ।
২৮ মে ২০১৫ দুপুর ১২:১৯
264300
আওণ রাহ'বার লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Time Out Time Out Time Out
২৯ মে ২০১৫ সকাল ১০:৩৯
264554
ঝিঙেফুল লিখেছেন : ব্লগাররা লেখক হয়ে গেলে বুঝি এমন ভাবে চলে যায়! সবাই আবার ফিরে এসে ব্লগকে মাতয়ে তুলুক এটাই চাই।
323020
২৮ মে ২০১৫ দুপুর ১২:০৮
ছালসাবিল লিখেছেন : এগুলো কি Surprised পুথি কই, এই পোস্টিই তো পুথি দিয়ে সাজালে হতো Crying
২৯ মে ২০১৫ সকাল ১০:৪০
264555
ঝিঙেফুল লিখেছেন : পুথি কি কামরাঙা গাছে ধরে? যে পেড়ে নিয়ে আসব!!
323021
২৮ মে ২০১৫ দুপুর ১২:২৩
আওণ রাহ'বার লিখেছেন : এই যে আওণ,
কই খাওন?
রঙ চা বাকরখানি,
মনমাতানো ঘ্রানশুনিHappy
২৯ মে ২০১৫ সকাল ১০:৪২
264556
ঝিঙেফুল লিখেছেন :


এসো এসো আওন তুমি বস আসন পেতে,
বাকরখানি রং চা তোমায় দেব খেতে।
খাইতে খাইতে বল তুমি এখন কেমন আছ ভাই?
হ্যারিমিয়া কোথায় গেল? তাহার খবর নাই?
২৯ মে ২০১৫ সকাল ১১:০৩
264575
ঝিঙেফুল লিখেছেন :


কোথায় আছে ইমরান ভাই? তা জান কি?
তোমরা ছাড়া ব্লগ জমে না সেটা মান কি?
323023
২৮ মে ২০১৫ দুপুর ১২:৩১
আফরা লিখেছেন : আপু আসসালামু আলাইকুম ।কেমন আছেন আপনি ? কেউ আসবে কেউ যাবে এখানে সবাই স্বাধীন । যেমন আপনি চলে গিয়েছিলেন আবার ফিরে এসেছেন । ফিরে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আপু ।
২৯ মে ২০১৫ সকাল ১০:৪৪
264557
ঝিঙেফুল লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।

দেখ আফরামণি আমি কত্ত ভালো। কেউ স্মরণ করার আগেই চলে আসলাম।
323027
২৮ মে ২০১৫ দুপুর ১২:৫৩
এ,এস,ওসমান লিখেছেন : ব্লগে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।

তবে অনুরোধ রাখলাম আর কখনও হারিয়ে না যাওয়ার জন্য।
২৯ মে ২০১৫ সকাল ১০:৪৭
264558
ঝিঙেফুল লিখেছেন : আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। অনুরোধের জন্য ধন্যবাদ।
323030
২৮ মে ২০১৫ দুপুর ০১:০০
আলোর কথা লিখেছেন : স্বাগতম আপনাকে।
২৯ মে ২০১৫ সকাল ১০:৪৮
264559
ঝিঙেফুল লিখেছেন : আপনাকেওHappy
323039
২৮ মে ২০১৫ দুপুর ০২:১০
অবাক মুসাফীর লিখেছেন : কয়েকজনকে নিয়মিত আসতে কইতেছি, কাম হইতেছে না। Sad
২৯ মে ২০১৫ সকাল ১০:৪৮
264560
ঝিঙেফুল লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Praying Praying Praying
323045
২৮ মে ২০১৫ দুপুর ০২:২১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ মে ২০১৫ সকাল ১০:৪৯
264561
ঝিঙেফুল লিখেছেন : সবাইকে ফিরিয়ে আনার উদ্যেগ নেন চোথাবাজ ভাইয়াStraight Face
১০
323057
২৮ মে ২০১৫ দুপুর ০৩:০৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২৯ মে ২০১৫ সকাল ১০:৫০
264562
ঝিঙেফুল লিখেছেন : উৎসাহ দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ বাহারভাইHappy
১১
323063
২৮ মে ২০১৫ দুপুর ০৩:৪৪
আবু জান্নাত লিখেছেন : আপনার মত ওরাও হারিয়েছে, মাঝে মাঝে ওরাও উকি মারে, আবার হারিয়ে যায়। হতভাগা'র কথাটি সত্য হবে মনে হয়।
২৯ মে ২০১৫ সকাল ১০:৫১
264564
ঝিঙেফুল লিখেছেন : দেইখেন ভাই আপনিও আবার বই লিখতে গিয়ে হারিয়ে যাবেন না। Crying Worried
২৯ মে ২০১৫ দুপুর ১২:০৬
264589
আবু জান্নাত লিখেছেন : ইন শা আল্লাহ, হারানোর নিয়ত নেই। ছুটিতে গেলে হয়তো সময় হয়ে উঠে না। অন্তত ভিজিটর হয়ে হলেও ডেইলি কয়েকবার ব্লগে আসা হয়। ধন্যবাদ।
৩১ মে ২০১৫ দুপুর ১২:১১
264979
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদHappy
১২
323067
২৮ মে ২০১৫ বিকাল ০৪:০০
ফুটন্ত গোলাপ লিখেছেন : আপনার নিয়মিত লেখা পাওয়ার আশায় রইলাম
২৯ মে ২০১৫ সকাল ১০:৫২
264566
ঝিঙেফুল লিখেছেন : ভাই ফটন্ত গোলাপ ঝিঙেফুল কিছু লিখার চাইতে কমেন্ট করতেই ভালবাসে। তাই আপনারা লিখুন আমি আপনাদের আশে পাশেই থাকব-ইনশাআল্লাহ।
১৩
323072
২৮ মে ২০১৫ বিকাল ০৪:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অনেক দিন পর ফুলের গড়াগড়ি!!!
২৯ মে ২০১৫ সকাল ১০:৫২
264567
ঝিঙেফুল লিখেছেন : Waiting Smug
১৪
323081
২৮ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
লজিকাল ভাইছা লিখেছেন : Welcome back
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৩
264568
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ ভাইছা।Angel
১৫
323108
২৮ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হুম...সত্যিইতো তাহাদের বিনা ব্লগ পানসে... অনেক ধন্যবাদ
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৩
264569
ঝিঙেফুল লিখেছেন : তাদেরকে নিয়েইতো ব্লগ জমাতে চাই। আসুন সবাই।
১৬
323129
২৮ মে ২০১৫ রাত ১০:০৫
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ব্লগটাও তাই আগের মতো জমছে না। কেমন পানসে পানসে লাগে। Sad Sad
ফিরে আসায় আপনাকে অনেক ধন্যবাদ ও স্বাগতম। Rose Rose Rose
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৪
264570
ঝিঙেফুল লিখেছেন : আপনিওতো হারিয়ে গেছেন!
১৭
323143
২৮ মে ২০১৫ রাত ১১:২৭
ধ্রুব নীল লিখেছেন : এসবি ব্লগের সেই আড্ডাটা
টুডেতে নেই টুডেতে নেই,
কোথায় হারিয়ে গেল এসবি'র আড্ডাগুলো সেই,
যা টুডেতে নেই।

দিন কিংবা রাতে অথবা খুব প্রভাতে
ঢুঁ দিতাম ব্লগের চাদরে
প্রিয়দের লেখাগুলো মজা করে পড়তাম
কি নেশা ছিল যেন সে ঘরে!

কিভাবে কেমন করে জানিনা কোথায় হায়
হঠাত করে হারাল সে মূল,
একসাথে পাইনা আর যারা ছিল একসময়
এসবি'র বুলবুল।
২৮ মে ২০১৫ রাত ১১:৩২
264429
ছালসাবিল লিখেছেন : Applause Applause Applause
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৫
264571
ঝিঙেফুল লিখেছেন : বাহ্‌! চমৎকার হয়েছে। আরও লিখুন ধ্রুবনীল।
১৮
323167
২৯ মে ২০১৫ রাত ১২:৩৫
আহসান সাদী লিখেছেন : আছি। আপনিও থাকুন। সবাই ফিরে আসুন।
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৫
264572
ঝিঙেফুল লিখেছেন : সবাইকেই চাইLove Struck
১৯
323173
২৯ মে ২০১৫ রাত ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাই নাই কিছু নাই।
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৫
264573
ঝিঙেফুল লিখেছেন : কেন? কেন?? কেন???
২০
323190
২৯ মে ২০১৫ রাত ০৩:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আপনারা সবাই উধাও হয়ে না থেকে এক জন করে আসা শুরু করুন তাহলেই লম্বা লিস্ট খাটো হবে! কবিতার জন্য শুকরিয়া!
২৯ মে ২০১৫ সকাল ১০:৫৯
264574
ঝিঙেফুল লিখেছেন : এটা কবিতা না গো আপামণি!!! নির্ভেজাল গদ্য। তবে কি পদ্যের ঝংকারে ডাকলে তারা ফিরে আসবে? যদি তাই হয় তবে আমি প্রস্তুত!

ওরে! কে কোথায় আছিস? নিয়ে আয় আমার কবিতা লেখার খাতা! আমি সেখানে পুথির সুরে কাব্য ছন্দ শুরু করি! তবে তাই হোক তাই হোক তাই হোক!!!!!!Tongue Love Struck Love Struck Love Struck
২৯ মে ২০১৫ রাত ১০:২৮
264700
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor
Tongue কাগজ আছে কলম নাই Tongue
Tongue কেমন করে লিখবেন তাই Tongue
Tongue লেখার আর দরকার নাই Tongue
Tongue গো আপামণি Tongue Rolling on the Floor
৩১ মে ২০১৫ দুপুর ১২:১৩
264981
ঝিঙেফুল লিখেছেন :


কাগজ কলমের দরকার নাই; কীবোর্ড আছে। Tongue
২১
323366
৩০ মে ২০১৫ রাত ১২:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নোটিশটা জায়গা মত দিয়েছেন। তবে বিষয়টা চিন্তার!!
৩১ মে ২০১৫ দুপুর ১২:১৩
264982
ঝিঙেফুল লিখেছেন : হুমম....:Thinking
২২
324539
০৪ জুন ২০১৫ দুপুর ১২:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, নতুনদের কবুল করুন। এটা একটা রেল গাডির মতই, কেউ উঠবে আবার কেউ নামবে। ধন্যবাদ আপনাকে
০৫ জুন ২০১৫ সকাল ০৭:৪২
266662
ঝিঙেফুল লিখেছেন : চমৎকার বলেছেন মামুন ভাই। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File