।শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা ।
লিখেছেন লিখেছেন ঝিঙেফুল ১০ জুন, ২০১৫, ০৪:৪৪:২৬ বিকাল
শুনেন শুনেন মডু মামা, শুনেন ব্লগার কয় জনা
শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা।
শুনেন শুনেন মডু মামা, শুনেন ব্লগার কয় জনা
শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা।
এক যে আছে একটি ব্লগ নামটি হল টুডে জানি,
নামটি হল টুডে জানি।
জনপ্রিয় হয়েছে তাই নিন্দুকদের কানাকানি,
নিন্দুকদের কানাকানি।
দস্যুরা কুবুদ্ধি করে ব্লগাররা তা জানে না,
শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা।
একে একে অনেক ব্লগার জন্ম নিলো ব্লগের ঘরে,
জন্ম নিলো ব্লগের ঘরে।
তাই দস্যুরা কুবুদ্ধি করে ব্লগটারে গায়েব করে,
ব্লগটারে গায়েব করে।
মডু মামার অনেক বুদ্ধি দস্যুরা তা জানে না,
শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা।
পুনঃ পুনঃ হামলা চালায় ব্লগ যেন চলতে না'রে,
ব্লগ যেন চলতে না'রে।
মামুরা তাই শক্ত করে এই ব্লগের হাল ধরে,
এই ব্লগের হাল ধরে।
বারে বারে ফিরে আসে হার মানতে জানেনা
শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা।
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ৮৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গান পরে গাইতেছি আগে ৩য়ত হই
এর জন্য হাতুড়ি
____>
আর পুথির জন্য
হরতাল দিমু নাকি
আর প্রাক্তন এমপি হয়েছে তো কি হয়েছে ছোটকালে আমি তো তার প্রেমেই পড়ে গিয়েছিলাম শুধু বয়সের গাপ বেশি বলে প্রোপজ করা হয় নি
যাদের বাইরে ভাল ভিতরে কালো তারে ধইরা খা৷
এই দস্যুগুলোরে কেউ ধরতে পারে না:
ফিনিক্স এর মত ফিরে আসবে এই ব্লগ!
মূল গানটা এইখানে দেয়া হল
https://www.youtube.com/watch?v=Nq3lhWe2Fj0
মানুষের নেই মানবতা
পুরনো গান প্যারডী করে
বলে গেলে তুমি সেই কথা ।।
অনেক ধন্যবাদ ।।
কবে যে আসবে মানুষের মানবতা!!
আজ বসে ভাবি সেই কথা!!!!: :
আর এটা পুথিও না,এটা পুরনো দিনের একটি গানের প্যারোডি।
https://www.youtube.com/watch?v=Nq3lhWe2Fj0
আবার উপরে উঠে যাও....তারপর আবার যা বলতে চেয়েছিলে বল
মন্তব্য করতে লগইন করুন