হে ধর্ষিতা, শান্ত হও

লিখেছেন লিখেছেন সাইফ বরকতুল্লাহ ১৪ জানুয়ারি, ২০১৩, ০৭:৫২:৪৫ সন্ধ্যা



রাতের গভীরতা যখন শেষ দিকে

তারপর দীর্ঘ মোনাজাতের সমাপ্তি ঘটান প্রিয়তম সেই মেয়ে

অথচ এই জীবন বড় বেশী অভিমানী

আহা! কত দীর্ঘ আকুলতায় ভাবি, নারী তুমি

তুমিই সব কাটা হয়ে গেলে

ভালবাসা ঘৃণা হয়ে গেল

বিবর্ণ তোমার হাসি ছুঁয়ে যায়

শুধু একটি মুহূর্ত।

হে অদৃশ্য নারী

দেখ আমরা পৃথিবীতে এখনো দাঁড়িয়ে আছি

যদিও এখন আকাশ বলে উঠে

নারীর অসময়ের ঘৃণ্য ইতিহাস

বেহায়া বেশ্যার উপশম।

হে ধর্ষিতা, শান্ত হও

প্রতিবাদী হও

সাহসী হও

ঝড়ের রক্তিম কান্নায় বিপ্লবের সাইরেন বাজাও

অন্ধকারের সীমানা পেরিয়ে সামনে আগাও

আওয়াজ তোলো

যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ ধর্ষক, লম্পটদের বিরুদ্ধে যুদ্ধ

স্লোগান ধরো...

আমি নারী, আমি নারী, আমি মানুষ।

রচনাকাল

সন্ধ্যা ৭.৪৪

মীরপুর, ঢাকা, ১৪.০১.২০১৩

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File