একটি কবিতার খসড়া

লিখেছেন লিখেছেন সাইফ বরকতুল্লাহ ২৮ জানুয়ারি, ২০১৩, ০৯:২৬:৪৭ রাত



গ্যাঞ্জাম

রাস্তার দুই সারিতে বাস, রিক্সা

প্রচণ্ড জ্যাম, ট্রাফিক সিগন্যাল অকেজো

সামনে চিৎকার, মিছিল, স্লোগান

গ্যাঞ্জামে ভরা সময়টা পার হচ্ছে

চারপাশে গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম

হায় বিপন্ন শহর

এখানে বেদনার ক্ষয়ের সন্তাপ

এখানে চারপাশ দাবদাহ

এখানে পাখিরা আকাশে উড়ে

মাটিতে নামেনা, থুথু দিয়ে যায়

মানুষের হৃদয় আজ নিঃসঙ্গ।

মানুষ

হে মানুষ

তুমি কোথায় ??

তুমিতো মানুষ,

কতদিন অন্তর্ভেদী নায়ের মাস্তুল টানবে ?

কতদিন ??

কতদিন

অসহায় পৃথিবীর মুখ

অসহায় পৃথিবীর মানুষ

অসহায় পৃথিবীর প্রকৃতি

অসহায় পৃথিবীর জলবায়ু

অসহায় পৃথিবীর প্রেম

অসহায় প্রেমিকের ভালোবাসা

অতএব চলো-

হে পৃথিবী

ঘুমাই ঘুমাই ঘুমাই.....।

বিষয়: সাহিত্য

১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File