কী করে বুঝাই বল?

লিখেছেন লিখেছেন সাইফ বরকতুল্লাহ ২৫ জানুয়ারি, ২০১৩, ০৮:২৯:২৫ রাত



দারুণ নিরাশায় বাবার বিচলিত মুখ

হিন্দোলিত হয় ভেজা ভেজা আরুদ্ধ কণ্ঠস্বর

দেখে স্পষ্ট বুঝা যায়

আরাধ্য করুণ স্বর, অস্থির চোখ।

তবু কেউ জানেনা

মনের চরে নিজেই বলি

ভাঙা হৃদয় ধূসর ঢেউ

অস্থির অবিশ্বাসে

কষ্ট বাড়ে

ভাঙনই আরাধ্য আমার

আমিতো ভাঙতে পারিনা...

রচনাকাল

২৫.০১.২০১৩

ছবি: ইণ্টারনেট

বিষয়: সাহিত্য

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File