প্রথম ভালোবাসা হৃদয়ে ভাসে

লিখেছেন লিখেছেন সাইফ বরকতুল্লাহ ১২ জানুয়ারি, ২০১৩, ০৮:২৭:১৭ রাত



প্রথম ভালোবাসার নায়িকাকে

আর কোনদিন ভালোবাসবোনা

আর কখনো না, কোনো ইচ্ছেও নেই।

কবি হয়ে কবিতা নিয়েই থাকবো

যমুনার তীরে কবিতার ফেরিওয়ালা হয়ে চাষ করবো

ভালোবাসার আপন ক্যানভাস।

অনেক হৃদয় চলে গেছে

অনেক ভালোবাসা সৃষ্টি হয়েছে

তবু কেন দূরে সরে যায় দুই মনের মিলন

থেমে যায় সীমান্ত জুড়ে অনন্ত... আকাশ।

প্রথম ভালোবাসা

নদী ছুঁয়ে যাওয়া হেয়ালী মন

ফেরেনা স্বপ্নের সোনালী দিন

হৃদয় ফিরে আসে আপন গৃহে।

ছবি : ইণ্টারনেট

বিষয়: সাহিত্য

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File