নস্টালজি.....

লিখেছেন লিখেছেন সাইফ বরকতুল্লাহ ১৯ জুন, ২০১৩, ০৩:১১:২৯ রাত



এক.

জীবনের ভাঁজে ভাঁজে নানা বিষয় এসে স্মৃতির ডায়েরিতে লিপিবদ্ধ হয়। কখনো কখনো এই স্মৃতিটাই দাঁড়িয়ে যায় জীবনের মহা নস্টালজি হয়ে। কেননা তা যদি নাই হতো, কবি তো আর এমনি এমনি বলেননি...

ভুলে যাই তবু মনে বাজে

এই পথ সেই প্রিয়জন...। ( সংগৃহীত)


দুই.

ভুল সবই ভুল। গানের এই কথাটা মাঝে মাঝে আসলেই সত্যি মনে হয়। মনে হয় সব সময় ভুল করি। কারণ ভুলের মধ্যে সারাক্ষণ বসবাস আমার। তাই তো বলি...

ভুল যদি হয়

মধুর এমন

হোক না ভুল...(গান, সংগৃহীত )।


বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File