আমাদের বুদ্ধি-বিবেচনা
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২২ মার্চ, ২০১৩, ০৩:২১:০৩ দুপুর
যেকোন রাষ্ট্র প্রধান বা দায়িত্বশীলদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়াবহতায় অনেক যোগ্য সাহাবীও কোন দায়িত্ব গ্রহণে চির-নির্লিপ্ত ছিলেন।
এক অত্যাচারী আল্লাহদ্রোহী রাষ্ট্রের পুতুল-তুল্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অন্তর্ধানে জাতি হতাশ হলেও সমসাময়িক শতাধিক হত্যাকান্ড মনে হয় জাতিকে নাড়াতে পারেনি। আমাদের বুদ্ধি-বিবেচনা আর বিচার-বোধ (জাস্টিস) এর এই অতি সহজ মূল্যায়নের জন্য কি পরকাল পর্যন্ত অপেক্ষার দরকার আছে?
নিশ্চিত আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে হিসাব দিতে একাকী দাড়াব! আমাদের বর্তমান বুদ্ধি-বিবেচনার কিরকম ট্রিটমেন্ট তখন প্রত্যাশা করতে পারি?
(মার্চ ২২, ২০১৩)
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন