২টি তত্ত্ব

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২১ মার্চ, ২০১৩, ০৬:৪৬:২২ সন্ধ্যা

তত্ত্ব ১: কোরআনের জ্ঞানশুন্য লোকদের স্রষ্টা নিরক্ষর বলেছেন - অভিজ্ঞতার আলোকে কথাটা শতভাগ সত্য।

তত্ত্ব ২: যারা সাংগঠনিক (ইসলামী বা যেকোন সৃজনশীল তথা বুদ্ধিবৃত্তিক) ভাবে অনেক মানব-মননের সাথে সম্পৃক্ত হতে পারেন তারা অভিগ্গতা এবং জ্ঞানের এক প্রস্রবনের সন্ধান পান -যার সাথে বহুমাত্রিক পুথিগত জ্ঞান-চর্চার সংমিশ্রন ওই মানুষের দর্শন এবং কার্যক্রমকে পরিপক্ক করে দেয়!

যে যতই পার্থিব সংকীর্ণ গন্ডির পড়াশুনা করুক না কেন বা যেই 'উপাধি'ই পাক না কেন ওই পর্যায়ের ধারে কাছে সে যেতে পারবে না!

*** *** ***

আমার এক ডক্টরেট বন্ধু একটি ভিডিও পাঠিয়েছে যেখানে শিবিরের এক কর্মীর খালি হাতে পুলিশের অস্ত্রের মুখে আক্রমনের অবস্থাকে সে আওয়ামী অন্ধ-বেকুবদের মত 'তান্ডব' বলে প্রাণপাত করছে! আমার ওই বাল্য বন্ধুর দীর্ঘ ২৫ বছর পূর্বের 'আবাল' মন-মানসিকতার অপরিবর্তনে আমি 'থ' খেলেও উপরের ২টি তত্ত্ব প্রমান করতে পেরেছি!

আমার আরেক নব্য-ইসলামিক বন্ধু অ-ইসলামী দলের সাথে মিলতে রাজি কিন্তু ইসলামী রাজনীতি আর জামাতের সাথে নয়! জামাতকে সাপের মত পিটিয়ে মারলেও কোনো কিছু মনে করে না! এখানেও ২টি তত্ত্ব প্রমাণিত।

*** *** ***

জাহান্নামে যাওয়ার পর মানুষ শুধু একটা কথাই ভাববে - " হায়! বিন্দুমাত্র বুদ্ধি (ইন্টেলিজেন্স) থাকলে কি আমরা এখানে থাকতাম"? (ভাবান্তর: মুলক-১০)

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File