"মা" (রাসুলুল্লাহ (স) এর জীবনী থেকে)
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২২ মে, ২০১৭, ০৬:১২:৪৬ সন্ধ্যা
"মা, তুমি কি আমায় ছেড়ে যাচ্ছ?"
"মা, তুমি কি আমায় ছেড়ে যাচ্ছ?"
আবোয়ার ধু ধু প্রান্তরে ৬ বছরের মহানবী (স) মা আমিনার হাত ধরে বলছেন।
মা বুঝলেন তার চলে যেতে হবে।
মা বললেন,
"প্রত্যেক জীবিতই মারা যাবে এবং সবকিছু নতুন হবে। পুরানো হবে সবাই যারা অদৃশ্য হয়ে যাবে। সবকিছু ক্ষণস্থায়ী, সবকিছুই ছাড়বে হ্যাঁ, আমিও চলে যাচ্ছি। যাইহোক, আমার নাম চিরদিনের জন্য থাকবে কারণ আমি একটি নিখুঁত সন্তানের জন্ম দিয়েছি এবং আমার পিছনে একজন স্মরণীয় ও ভাগ্যবান মানুষ রেখে যাচ্ছি "।
উম্ম আইমানকে ধরে ৬ বছরের মহানবী (স) এর অঝোর কান্না আবোয়ার নির্জন প্রান্তর স্বাক্ষী হয়ে রয়।
** ** **
মক্কাবিজয় শেষে মহানবী (স) সাহাবাদের সহ মদিনায় ফিরছেন।
ঠিক আবোয়ার কাছে এসে তাবু স্থাপনে নির্দেশ দিলেন। সবাই বিশ্রাম নিবে।
কয়েকজন সাহাবা সহ মহানবী (স) সেই বিশেষ জায়গা বরাবর চললেন।
প্রায় ৫৫ বছর পর সেই জায়গা।
ছোট টিলার উপর। আশে পাশে কিছু নেই। শূন্যতা।
ছোট কবরের পাশে বসলেন বিশ্বজাহানের রহমত, মহানবী (স)। নামাজে বসার মত না করে এই প্রথম তিনি বসলেন শিশুর মত করে। ৫৫ বছর আগে যেভাবে তিনি আরেকবার বসেছিলেন। ঠিক সেভাবে।
শুরু করলেন কান্না। মা আমিনার কবরের পাশে বসে ৫৫ বছর আগের মত করে তার (স) কান্না!
আবোয়ার ধু ধু প্রান্তরের নির্জনতা ভেঙে অঝোর কান্না।
সঙ্গীরা তাকে (স) একাকী কিছু সময় রেখে সরে গেলেন।
আহারে!
** ** **
রাসূলুল্লাহ (স) একবার সাহাবাদের বলছিলেন,
'আমার মাঝে মাঝে মনে হয় - আমার মা যদি বেঁচে থাকতেন।
তবে আমার খুব ইচ্ছে করত - আমি নফল নামাজ পড়ব আর আমার মা আমাকে তখন ডাকবেন। মা'র প্রতি দায়িত্ব বুঝাবার জন্য আমি সে নামাজ ভেঙে তার কাছে গিয়ে বলব - 'মা কিছু কি লাগবে?'
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন