আমরা এক স্বৈরাচারী অমানুষের জাতি

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৩ মার্চ, ২০১৩, ০৫:৩২:৪৭ বিকাল

আমরা এক স্বৈরাচারী অমানুষের জাতি। হাসিনা, খালেদা আর এরশাদকে যতই গালি দেই না কেন -- আমরাই

- যখন মঞ্চ বানিয়ে বিরুদ্ধ-মতের ধ্বংস-কল্পে রায় তৈরী করি আর দেশের আদালতের দিকে পশ্চাতদেশ দেখাই

- যখন বিরিয়ানি-সমেত আন্দোলন করি আর পুলিশের গুলিতে ষষ্ঠ শ্রেনীর বালকের খুনে অথবা কোলের শিশু-সহ জননীর হত্যাকান্ডে 'জয় বাংলা' চিত্কার দেই অথবা উইকেট-পতনের আনন্দ পাই

- যখন একদিনে ১৩০ হত্যাকান্ড আর দশ হাজারের গুলিবিদ্ধর ঘটনায় চোখ বন্ধ রাখি -- আর এটিকে বিচ্ছিন্ন ঘটনা প্রমানে প্রাণপাত যুদ্ধ চালাই

- যখন রাজনৈতিক লাভের জন্য এক সংখ্যালঘু জামায়াতকে ফাসাতে আরেক সংখ্যালঘু হিন্দু/বৌদ্ধদের উপর খরগহস্ত হই আর অত্যাচার-লুটপাট চালাই

- যখন উপরোল্লিখিত সবগুলো ঘটনায় কোন বাছ-বিচার ছাড়াই জামায়াত-শিবিরকে দায়ী করি!!

এইসকল বদ-গুনের অধিকারী এই পোড়াকপালের জাতির ভাগ্যে 'স্বৈরাচারী দানব' ভিন্ন অন্য শাসক কিভাবে আশা করা যায়?

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File