কোলের শিশুটির বুক চিরে 'বুলেটটি' বের করে তা রক্তপিপাসুদের উপহার পাঠান!
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০৩ মার্চ, ২০১৩, ১২:০০:২২ দুপুর
হাসিনা সরকারের গুলিপ্রতি (মানুষ বরাবর) ৫-২০ হাজার টাকার বিনিময়ে লোভী ছাত্রলীগের সন্ত্রাসীরা আর ভারতের র-এর বিশেষ লোকেরা পুলিশের পোশাকে গণহত্যা চালাচ্ছে অবলীলায়!
সুলতানা কামাল, মিজানের মত লোকজন এটাকে গণহত্যা বলতে নারাজ - কারণ যারা মারা যাছে তারা সব জামাতি।
আমার প্রশ্ন এরা কি মানুষ নয়?? মন থেকে মানুষ না মানা চির-শোষিত এই জামাতি মধ্যবিত্ত বা আরও সাধারণ জীবন-যাত্রার মানুষদের প্রকাশ্য 'অমানুষ' ঘোষণা করে এরা এই গণহত্যাকে এরা কি বৈধতা দিল না? বাহ, কি চমত্কার মানবাধিকারের পতাকাধারী এসব লোকজন!!
আজ এদের হত্যা করাটা কি অন্যায় হবে আদৌ ??
আন্দোলন আর হত্তাজগ্গ কোথায় হচ্ছে? যারা মারা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন? ঢাকার বা শহরের লোকদের মত কি স্বচ্ছল? একমাত্র উপার্জনক্ষম ছেলেটি যখন শহীদ হচ্ছে নিম্ন-মধ্যবিত্তের একটি পরিবারের-- ঘুষখোর মন্ত্রী আর অফিসারের iphone এ অর্ডার দেয়া নির্দেশে দেশের মানুষের শ্রমের টাকায় কেনা বুলেট দিয়ে ওই অসহায় মানুষদেরই রক্ত দখল করে নিছে ঘুষখোর পুলিশ আর ছাত্রলীগ নামক পশুরা!
গণহত্যা চলছে -- প্রতিবাদী তরুণ, যুবক, বৃদ্ধ, , বালক, নারী, কোলের শিশু সবাইকে হত্যা করছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা! কেন?? কেন?? তার কি রক্ত পিপাসা পেয়ে বসেছে? রক্ত পিপাসা পেয়ে বসেছে পুলিশের সেই সব লোকদের যারা ব্রাশ ফায়ার করছে ভোরের আজানের পর, দুপুরের বিশ্রামে, প্রতিবাদি মিছিলে, মহিলাদের ঝাড়ু মিছিলে, রাতের গভীরে বাসায় বাসায় গিয়ে।
মানুষের ভয়ঙ্কর বিপদে যদি আপনি তাড়িত না হন - চুপ থাকেন, আল্লাহর কসম আপনাকে এই জীবনেই ভয়ঙ্কর অসহায় অবস্থায় ফেলবেন -- এটা রাসুলের (দ) কথা!
আজ গণহত্যায় আপনি যদি তাড়িত না হন - চুপ থাকেন -- না দেখার ভান করেন -- আল্লাহর কসম আপনাকে আল্লাহ এই পার্থিব জীবনেই একই/অন্য রকম ভয়ঙ্কর অবস্থায় পতিত করবেন -- এর বদলা পাবেনই -- তখন আফসসে ও লাভ হবে না! রাসুল (দ) এর কথা অকাট্য সত্যি!
দয়া করে দল-মত নির্বিশেষে সবাই এই গণহত্যার প্রতিবাদ করুন! চুপ থাকবেন না -- রক্তের নেশায় পাগল সরকারের হাত চেপে ধরুন। না হয় বগুড়ায় কোলের শিশুটির বুক চিরে 'বুলেটটি' বের করে তা রক্তপিপাসুদের উপহার পাঠান!
হে সাহসী, আপনি কি পারবেন না রক্তপিপাসু হাসিনা সরকারকে থামিয়ে দিতে চেষ্টা চালাতে ওরা আপনার আপনজনের উপর আরেকটি বুলেট চড়ানোর আগেই ? আপনার দিকে অগণিত ভয়ার্ত বৃদ্ধ, মা, বোন্, শিশুরা অপলক তাকিয়ে আছে সারা দেশে !!
proof of Police brutality
Click this link
Bogra army deployment after the killing on March 3, 2013
Click this link
Policer shot directly a kid in Cox's bazar
Click this link
bangladesh in crisis
Click this link
Bogra on Fire: 15 dead on March 3 including 4 women n March 3, 2013
Click this link
Police brutality
Click this link
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন