সুরা কাহাফ থেকে দুটি অজানা গল্প
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৫ অক্টোবর, ২০১৪, ০১:৪৬:০৯ রাত
(গল্প ১)
"আর ঐ বালকটির (যাকে খিজির (আ) হত্যা করেছিলেন) ব্যাপার হচ্ছে এই যে, তার বাপ-মা ছিল মুমিন৷ আমাদের আশংকা হলো, এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরীর মাধ্যমে তাদেরকে বিব্রত করবে৷ তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশী আশা করা যাবে৷" (কাহাফ: ৮০, ৮১)
আবু বশীর (রা) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (স) "আমাদের আশংকা হলো" এ আয়াতাংশ সম্পর্কে বলেন:
"এর অর্থ তিনি (খিজির (আ)) আশংকা করলেন যে বালকটি বড় হয়ে তার পিতামাতাকে কুফরীর দিকে আহবান জানাবে এবং তার পিতামাতাও তাতে সায় দিবে (আল্লাহর অপছন্দনীয় পথে পা বাড়াবে) তাদের ছেলে সন্তানের প্রতি অত্যধিক ভালবাসার কারনে।"
উসমান (রা) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (স) এ আয়াতাংশ "তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ তেকে সদয় আচরণও বেশী আশা করা যাবে" সম্পর্কে বলেন:
"ওই (ধর্মপ্রাণ) পিতামাতাকে আল্লাহতায়ালা এক মেয়ে দান করলেন যার ঔরশে একটি পুত্রসন্তান এসেছিল যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন।"
** ** ** **
(গল্প ২)
"এবার থাকে সেই দেয়ালের ব্যাপারটি (যা খিজির (আ) ঠিক করে দিয়েছিলেন)৷ সেটি হচ্ছে এ শহরে অবস্থানকারী দুটি এতীম বালকের৷ এ দেয়ালের নীচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিলেন একজন সৎলোক৷ তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্ত বয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্তধন বের করে নিক৷।.. (কাহাফ: ৮২)
বায়্হাকির শুয়ায়ব আল-ইমান থেকে বর্ণিত, আলী ইবনে আবি তালিব (রা) ওই 'গুপ্তধন' সম্পর্কে বলেন,
এটি একটি স্বর্ণের ফলক ছিল যাতে লিপিবদ্ধ ছিল: (১) আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই এবং মুহাম্মদ (স) তার প্রেরিত রাসুল, (২) এটা বিস্ময়কর যে (ব্যক্তি) বিশ্বাস করে যে মৃত্যু এক অতিসত্য বিষয় - তারপর ও সে আনন্দে মগ্ন থাকে, (৩) এটা বিস্ময়কর যে বিশ্বাস করে যে জাহান্নাম এক অতিসত্য বিষয় - তারপর ও সে হাসিতে লিপ্ত হয়, (৪) এটা বিস্ময়কর যে বিশ্বাস করে যে ভাগ্য বা তাকদীর এক অতিসত্য বিষয় - তারপর ও সে হতাশাগ্রস্থ/দু:খিত হয়, (৫) এটা বিস্ময়কর - যে পৃথিবীর মানুষের অবস্থার উত্থান-পতন প্রত্যক্ষ করে, তারপরও সে (ব্যক্তি) দুনিয়ার জীবন নিয়ে অনেক আস্থাবান থাকে!
( সূত্র: 'আল মিজান - কুরআনের তাফসির" ভলিউম-২৬, আত-তাবাতাবাই )
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন