পৃথিবী (৬)ঃ ফানুশ
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০৯ অক্টোবর, ২০১৪, ০৭:৪০:১১ সন্ধ্যা
লন্ডন।
জনৈক: মাইনকারে মাইর দেয়ার সহজ উপায় কি?
সুমন: সালাম দিয়ে হ্যান্ড শেক করব - তোমারে বলব ছবি তুলেন। তুমি মোবাইলে যখন ক্যামেরা এপস রেডি শেষ করবা - বলবা ওয়ান টু থ্রি - সেই মুহুর্তেই আমি মাইর শুরু করমু। নিখুত ছবি উঠবে।
জনৈক: দারুন! আম্লীগের যেই চোরই দেশের বাইরে আসবে - তারে তো এই সহজ উপায়ে প্রমান ছবি সহ চোপাট মারা যায়!
সুমন: পাচ খান বাড়ি করসে বিচারপতি মাইনকা লন্ডনে। যতবার ই চোপাট খাক না কেন - বার বার আসবে - আর চোপাট খাবে! অবৈধ সরকারের চোরগুলিরে সাইজ করা নৈতিক দায়িত্ব!
** ** ** ** **
যুক্তরাস্ট্রের কোথাও।
জয় বাহাদুর বসে আছেন। পাশে এক জানি দোস্ত।
'পাগল হয়ে গেছে লতিফ সিদ্দিক। আমাকে মাসে কত দেয় তা বলার দরকার কি? একে ইমেডিয়েট বাদ দিতে হবে।'
'কিন্তু জয়! পাবলিক তো এখন হইচই শুরু করবে। বেজ্ন্মাগুলি তো হুজুগে চলে।'
'পাবলিকের লাফালাফি কয়েক দিনের। ওটা ভাবি না। নাস্তিক ইস্যু নিয়েই লতিফ সাইড-লাইনে যাবে! কানাডায় বাড়ি করসে তো সেই কবে! এসাইলাম নিশ্চিন্তে পাবে। মাঝখান থেকে কিছু আবাল হুজুর মরবে।'
'লতিফ মরলে কিন্তু আমাদের লাভ বা লস কোনটাই নাই - সেটা কি ভেবে দেখেছ জয়? তবে ওরে মারার জন্য আম্লিগে ঘাপটি মারা লোক কিন্তু কম নাই।'
** ** ** ** ** **
ঈদ। এক ফিলিস্তিনী যুবক সাগরপাড়ে বসে আছে। মানুষের অনেক কোলাহল। একচেটিয়া হত্তাজগ্গ নামক 'যুদ্ধ' শেষে বন্দী জনতা বের হয়েছে আজ।
তার দুই ভাই কাসাম ব্রিগেডের গর্বিত শহীদ।
মা তো মারা গিয়েছে অনেক আগে। ইসরাইলি গোলায়।
সে আকাশে ঘুরি উড়ানো দেখছে।
তার মনে হচ্ছে - তার প্রিয়তমাকে নিয়ে কতকাল এ সাগরপাড়ে বসেছে।
মনে মনে কবিতা করছে সে।
গান ও তৈরী করছে গুন গুন করে:
সেই নদীতে নাও ভাসাই,
ভাসাই স্বপ্ন আমার তোমার;
আমার চোখ জুড়ে সেই নদী
অথবা নদী জুড়ে তোমার চোখ।
ঘুমাও শিশু
মেঘের দিকে তাকিয়ে দেখ;
অনিন্দ্য সুন্দর প্রকৃতি তোমায় ডাকে;
তবু তোমার দৃষ্টি জুড়ে কি তোমার পিতা
তোমার মা, তোমার ভাই
বোন -
ওরা মরে যাওয়ার আগের ওরা।
ও শিশু ঘুমাও।
তবু বিকট শব্দ তোমার কানে বাজে।
সেই বৃষ্টিতে আমি ভিজে যাই,
গা-জুড়ে মানুষের রক্ত;
বৃষ্টির আকাশে ফানুশ ওড়ে।
আমার চোখ জুড়ে ফানুশের আকাশ;
মেঘমালাকে করেছে রক্ত রঞ্জিত।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
মন্তব্য করতে লগইন করুন