করুনাময়ের ভালবাসা
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০১ মার্চ, ২০১৩, ০৬:৪৮:৪৯ সন্ধ্যা
আহারে, ওহুদ যুদ্ধের পর পরিশ্রান্ত ব্যথিত মুসলমানদের জন্য পরম করুনাময়ের আবেগময়ী ভালবাসা -- যুদ্ধ-পরবর্তী ওই দৃশ্য কল্পনায় আনলে আর আয়াতগুলো পড়লে চোখ কি ভিজে আসে না?
... ২৮ শে ফেব্রুয়ারির সারা দেশজুড়ে প্রতিবাদী ভাইদের উপর গণহত্যার পর .. মনে হল -- সত্যি মনে হল -- পরম করুনাময় পরিশ্রান্ত ব্যথিত ভাইদের জন্য একই কথা বলছেন -- আহারে ...
"মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷
এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে, তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও ৷ এ – তো কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি ৷ এ সময় ও অবস্থাটি তোমাদের ওপর এ জন্য আনা হয়েছে যে, আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কে ? আর তিনি তাদেরকে বাছাই করে নিতে চান, যারা যথার্থ ( সত্য ও ন্যায়ের ) সাক্ষী হবে --কেননা জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না ।
এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুমিনদের বাছাই করে নিয়ে কাফেরদের চিহ্নিত করতে চাইছিলেন ৷
তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে ? অথচ এখনো আল্লাহ দেখেনইনি, তোমাদের মধ্যে কে তাঁর পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তাঁর জন্য সবরকারী৷"
(ইমরান: ১৩৯-১৪২
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন