শাহবাগের নাস্তিক্ আর দেশ ধংসের জিকির

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৩১:১৪ সকাল

নাস্তিকতা ভয়ঙ্কর 'উগ্রতার' মূল কারণ।

শাহবাগের নাস্তিক্গুলোর ফেসবুকের বর্তমার স্টেটাস গুলা রীতিমত ভয়াবহ।

একটা নেশাখোর হেরোইনের সন্ধানে যা যা করতে পারে তাদের প্রলাপ সেরকম ই মনে হচ্ছে।

মানুষ স্বভাবতই পরাভব - হয় স্রষ্টার অধীনে না হয় মানুষের অধীনে! যদিও অধিকাংশই 'মিশ্র জাতীয়'।

নাস্তিকরা অনেকে না বুঝে মানুষের অধীনে থেকে 'স্বাধীনতার অর্থ' খুঁজে বেড়ায়। অনেক নাস্তিক জোর করে মনের অগোচরে নিজকেই স্রষ্টার আসনে বসিয়ে দিয়ে জীবনযাপন শুরু করে। সেই সাথে চলে 'স্রষ্টার বিরুদ্ধে আন্দোলন'! স্রষ্টাকে যারা মেনে চলে তাদের বিরুদ্ধে শুরু করে হত্যা আর ধংসের আন্দোলন!

কারণ এই নাস্তিকরা বড়ই একা, অতৃপ্ত, অসহায় - স্রষ্টার দাসদের 'সুখ' আর 'পরিতৃপ্তি' তাদের সহ্য হয় না!

আর তাই ডাক্তার আইজু, আরিফ জেবতিক, অমি পিয়াল, ইত্যাদির স্টেটাস দেখলে মনে হয় ক্ষুধার্ত হায়না মানুষের পোশাকে সাহ্বাগিয় আত্মভোলা আবালদের শিকার-কৌশল আর দেশ ধংসের 'জিকির' গলধকরণ করাচ্ছে।

বিষয়: বিবিধ

১৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File