কলম-যুদ্ধ (facebook / blog / similar media fight)
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০৭ অক্টোবর, ২০১৩, ০৬:৪৭:২৩ সকাল
কলম-যুদ্ধ সম্পর্কে সুরা আশ শুয়ারার শেষের আয়াত:
"তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরন করে তারা তাদের প্রতি জুলুম করা হলে শুধুমাত্র প্রতিশোধ নেয়৷ আর জুলুমকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কি!"
(আয়াত ২২৭)
এখানে কাদের সম্পর্কে বলা হয়েছে?
কবি বা লেখকদের সম্পর্কে। কারণ এর পূর্ববর্তী আয়াতগুলোর সিকোয়েন্স লক্ষ্য করুন:
(২২৪) আর কবিরা! তাদের পেছনে চলে পথভ্রান্ত যারা৷
(২২৫) তুমি কি দেখ না তারা উপত্যকায় উদভ্রান্তের মতো ঘুরে বেড়ায়।
(২২৬) এবং এমনসব কথা বলে যা তারা করে না?
আর এর পর পরই লেখনীর মাধ্যমে প্রতিশোধের তথা উত্তরের উত্সাহ দেয়া হয়েছে।
অতএব, জালিম শাসকের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে আল্লাহর পথের কলম-যোদ্ধাদের সহযোগিতা করা সর্বত দায়িত্ব।
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন