সত্যের স্বাক্ষর

লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৫ আগস্ট, ২০১৩, ০৭:০৮:১৯ সন্ধ্যা

রোমান-দের পুতুল-সরকার, মুনাফিক হিরদ্পুত্র, এক নর্তকীর কথায় বর্বরতম কাজটি করল। কারাগারে কোন কারণ ছাড়াই আটক আল্লাহর নবী ইয়াহইয়া (আ) এর পবিত্র মস্তক কর্তন করে ওই নর্তকীকে উপহার দিল।

জনপদে কোন প্রতিবাদ উঠেনি তখন! আল্লাহর আজাব কি এসেছিল? কিভাবে এসেছিল? কোন ঝড় নয় বা দুর্যোগ নয়। বরং কল্পনাতীত হিংস্র জানোয়ার-চরিত্রের মানুষ-রূপী পরাশক্তি দিয়ে পুরো জাতি কচুকাটা হয়েছিল। ইতিহাস লাশের জনপদ দেখেছিল। (সুরা বনি ইসরাইলের প্রথম কয়েক আয়াতের তাফসির দেখুন)।

ইতিহাসের আবর্তে একই আরব অঞ্চলে পরাশক্তির পা-চাটা গোলামরা ২০০০ এর বেশি আল্লাহ ওয়ালাদের হত্যা করল পাখির মত। কোলের শিশু, নারী, বৃদ্ধ, কেউ বাদ রইল না। গণতন্ত্রের ভন্ড মোড়কে ইসলাম-বিদ্বেষীদের হিংস্র চরিত্র আজ উন্মুক্ত।

আহারে, ইখওয়ান -- নবীর দলের উত্তরসুরী হিসেবে সত্যের স্বাক্ষর দিলে নিজের রক্ত দিয়ে। ইয়াহয়া (আ) এর অন্ধ জনপদের মত আজও অনেক মুসলমান নামধারীরা যুগান্তরের আল্লাহয়ালাদের চিন্ল না - বুঝল না 'এই জীবনের উদ্দেশ্য'! তাদের জন্য শক্তিমান স্রষ্টার দুনিয়াতেই কি ধরনের সুসংবাদ অপেক্ষমান?

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File