কাকে সহিষ্ণু হতে বলব?
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৩ এপ্রিল, ২০১৩, ০৯:০৩:১৭ রাত
পিতৃহারা পাথর দিয়ে প্রতিরোধকারী ফিলিস্তিনি শিশুকে যেভাবে 'ঘৃণ্য' চিহ্নিত করা হয় - জনপদের ধ্বংসাবশেষ থেকে বেচে যাওয়া জীবন্মৃত এক যুবকের হাতের অতি দুর্বল রকেট লঞ্চার থাকার অপরাধে পুরো বিশ্ব মিডিয়া যখন তাকে 'সন্ত্রাসী' সংগায়িত করে - স্বামী সন্তানহারা প্রতিবাদী নারীদের যখন সম্রাজ্যবাদ 'উগ্র' আখ্যা দেয় - তখন কেবল সত্যাশ্রয়ী 'বিবেক' বলে আসলে কে সন্ত্রাসী! 'সহিষ্ণুতা' শব্দটি শুধুমাত্র অসম সংগ্রামে আধুনিক অস্ত্রের ধারক শাসকদের জন্যই প্রযোজ্য -- অত্যাচারিত শোষিত আত্মাদের জন্য নয়! ড্রন অথবা অত্তাধুনিক রকেটের বিপরীতে পাথর-ছুড়ে প্রতিবাদীদের 'সহিষ্ণু হতে বলাটা অযৌক্তিক!
রাইফেল, গ্রেনেড রন-সজ্জিত পুলিশ/বিডিআরের বিপরীতে বাংলার প্রত্যন্ত অঞ্চলের ইটের টুকরা হাতে প্রতিবাদী চতুর্থ শ্রেনীর বালক, ঝাড়ু হাতে জননী কিংবা অত্যাচারিত তরুনের প্রতিবাদকে কিভাবে তুলনা করব? কাকে সহিষ্ণু হতে বলব? রক্ত-পিপাসু শাসকের রিমান্ড অত্যাচারে অর্ধ-মৃত ভাইয়ের জন্য কান্নারত মা-বাবা-ভাই-বোনদের কিভাবে 'ধৈর্য' ধরতে বলা যায়? ফটিক ছড়িতে সরকারের রন-সজ্জিত হায়নাদের মাদ্রাসা ধংসের হীন কর্মের বিপরীতে প্রতিবাদী অতি সাধারণ গ্রামবাসীর প্রতিবাদকে অযৌক্তিক বলা যাবে কোন অর্থে? আর ওই প্রতিবাদের বিপরীতে সরকারী হায়না পুলিশের সকল সবল গ্রামবাসীকে রিমান্ডে তীব্র অত্যাচার করা আর পুরো গ্রাম পুরুষ-শুন্য করার পর ওই প্রতিবাদী গ্রামবাসীদের সন্ত্রাসী আখ্যা দেয়া কোন অর্থে সামঞ্জসপূর্ণ?
আপনি কিভাবে দুই দলকে একইভাবে সহনীয় হতে বলেন?
কোন দল সব সন্ত্রাসের সুচনা ঘটাচ্ছে? রাষ্ট্রীয় পুরস্কার দিয়েই যাচ্ছে?
অত্যাচারী আর শোষিত উভয়েই কি সমান?
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন