কবিতা ২৪
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৫ জুলাই, ২০১৩, ০১:২৫:৫১ দুপুর
অর্থ
কখনও কখনও নিজেকে খুজে পাইনা নিজের মাঝে
কোন এক অদৃশ্য গ্লানি হানা দেয় বার বার
যার হয়তো কোন অর্থ নেই
তবু আমি বসে থাকি দুরে, দৃষ্টি হারিয়ে।
ঝাপসা চোখে পৃথিবী দেখি
পৃথিবীর স্বাধ মনে হয় তখন নোনতা।
তখন আমার মত হয়তো আরো একজন বসে
আরো একজন রাত জাগা পাখির মতন
জেগে থাকে।
অন্ধকারে খুজতে থাকে বেঁচে থাকার মানে।
বিষয়: সাহিত্য
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন