এই বিচার শেষ বিচার নয়। সরকারের প্রতি অনুরোধ ফাঁসির রায় কার্যকর করে নিজেদের বাচাঁর সুযোগটুকু হাত ছাড়া করবেন না।

লিখেছেন লিখেছেন Deshe ২৫ জুলাই, ২০১৩, ০১:২৭:৫৮ দুপুর



আওয়ামী লীগ সরকার কর্তৃক তৈরিকৃত একটি বিশেষ ট্রাইব্রুনালে বর্তমানে কিছু ব্যাক্তির বিচার হচ্ছে। এই ট্রাইব্রুনালের প্রসিকিউটর ,বিচারক সবই সরকার কর্তৃক নিয়োগকৃত। বিশ্বে যুদ্ধঅপরাধ সম্পর্কিত যত বিচার হয়েছে তার সবই হয়েছে জাতিসংঘের অধীনে। কিন্তু বাংলাদেশ এর ব্যতিক্রম। বাংলাদেশের বর্তমান এই ট্রাইব্রুনাল কিছু কিছু জাজমেন্ট এ ইতিমধ্যে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। জাজমেন্ট গুলো পর্যালোচনা করলে দেখা যায়, এগুলো খুবই দূবল জাজমেন্ট। এভিডেন্স গুলো খুবই দূর্বল। পেপার কাটিং,অমুক অমুকের কাছ থেকে শুনেছে এই টাইপের। প্রসিকিউটরদের ব্যর্থতায় কিছু কিছু জার্জমেন্ট এ বিচারক নিজেই অনুসন্ধানমূলক কর্মকান্ড করেছেন অথচ এই কাজ করার এখতিয়ার উল্লেখিত বিচারকদের নাই। রায়ে দেওয়ার পিচনে কিছু নতুন নতুন নীতি তৈরি করা হয়েছে। যেমন সুপিরিয়র রিসপনসিবিলিটি নীতি।

সুতারং এই রায়গুলো সরকার পরিবর্তনের পর তো পুনংনিরীক্ষা হতেই পারে। যেমন হচ্ছে কর্নেল তাহের এর বিচার পুনংনিরীক্ষা।

এ প্রসংগে বলতে চাই, পাকিস্থানের বর্তমান প্রধানমন্ত্রীকে নওয়াজ শরীফকে সাবেক সেনা প্রধান মোশারফ শুধু জেলেই পাঠাননি। নির্বাসনেও পাটিয়েছিনে আজীবনের জন্য । তখন বিশ্ব টু শব্দটি করেনি মোশারফের এই পদক্ষেপের বিরুদ্ধে । তখন মোশারফ আইন আদালত ফলো করেই নওয়াজকে জেলে এবং নির্বাসনে পাঠিয়েচিলেন। অথচ ভাগ্যর কি নির্র্মম পরিহাস -সম্পূর্ন নির্দোশ প্রমানিত হয়ে সেই নওয়াজ শরীফ এখন ক্ষমতায় এবং প্রধানমন্ত্রী। এবং উল্টা মোশারফই দোষি প্রমানিত হবার পথে। আপাতদৃষ্টিতে তখন সবাই মনে করেছিল নওয়াশ চরম অপরাধ করেছেন।

কিন্তু আজকে সবাই বুঝতে পারছে নওয়াজ শরীফ নির্দোষ ছিল। তখন মোশারফ যদি নওয়াজকে কোর্টের দোহাই দিয়ে হত্যা করত তাহলে আজ মোশারফের জন্যই বুমেরাং হত। উল্টা মোশারফের বিরুদ্ধে জুডিসিয়াল কিলিং এর দায়ে ফাঁসি হতে পারত। কিন্তু মোশারফ সেই ভূল করেননি।

বর্তমান সরকার ভাল করেই জানে বর্তমান ট্রাইবুনালে রায় কতই না দূর্বল। এক সময় না এক সময় এগুলো পর্যালোচনা হবে। দূর্বল এবং তথ্য প্রমানহীন যদি কোন রায় কার্যকরই করা হয় ভবিষ্যতে আওয়ামী লীগ বাঁচার কোন সুযোগ পাবে না। এগুলো তাদের জন্য বুমেরাং হবে।

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File