শেখ হাসিনা বিশ্বের একমাত্র নিরপেক্ষ ব্যাক্তি।তিনি পারবেন নিরপেক্ষ নির্বাচন করতে..............

লিখেছেন লিখেছেন Deshe ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২৪:৩৮ বিকাল



দেশের বর্তমান সমস্যা নির্বাচন কার অধীনে হবে। শেখ হাসিনা বলছেন তিনি পারবেন নিরপেক্ষ নির্বাচন করতে। কারন তিনি নিরপেক্ষ। তিনি ভোট চুরি করবেন না।

শেখ হাসিনা বিশ্বের একমাত্র নিরপেক্ষ ব্যাক্তি! :-

অথচ শেখ হাসিনার কিছু কিছু উদাহরন বিশ্বে নজিরবিহীন,যেমন:

# গত ২ দিনে শুধু চট্টগ্রামে ছাত্রশিবিরের ৬৫ জন তো-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীতে গ্রেফতার করা হয়েছে ৮ জন। এছাড়া সারা দেশের গ্রেফতার বাদই দিলাম।

# ২ দিনে ১৮০ জনকে হত্যা করা হয়েছে। বিশ্বের অন্য কোন গনতান্ত্রিক দেশের ক্ষেত্রে এই ধরনের উদাহরন খুব কম। ।

# রাজনীতিক ময়দান খালি করার জন্য প্রতিদিনই একটি দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম কারগারে পরিনত করেছেন।

# সরকারের সামান্য সমালোচনা করেছেন বলে সমাজের সবচেয়ে সন্মানিত ব্যাক্তি যেমন মাহমুদুর রহমান ,আদিলুর রহমান , আবদুল্লাহ আবু সাইদ,ড.ইউনূছ সহ আরো অনেককে নজীরবিহীন ভাবে অপমানিত করেছেন।

# বিরোধীদলীয় নেত্রীকে ইদের ২ দিন আগে বাড়ি ছাড়া করেছেন।

# শুধু মাত্র রাজনীতিক প্রতিপক্ষ হবার কারনে বিরোধী জনপ্রিয় রাজনীতিক নেতাদের হত্যার জন্য তথাকথিত ট্রাইবুনাল গঠন করে নাটক করছেন।

# শুধু মাত্র রাজনীতিক কারনে সারাদিন বিরোধীদলীয় নেত্রীতে বা তার পরিবারকে অশ্রিল ভাষায় গালিগালাজ করেন। তিনি বাংলাদেশের সবচেয়ে অশ্লিল ভাষা ব্যবহার কারী প্রধানমন্ত্র্ী।

# দেশের প্রধান বিরোধী দলের কেন্দ্রিয় অফিসের সামনে দাড়াতে দেওয়া হয় না।

# দেশের প্রধান বিরোধী দলের কেন্দ্রিয় এমন কোন নেতা পাওয়া যাবে না যার নামে ডজন ডজন মামলা দেওয়া হয়নি।

# এবার ২৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

# ছেলেকে দিয়ে চমক দেখাচ্ছেন।

শেখ হাসিনার উপর আস্থা রাখুন! তিনি সব সময় সত্য বলেন ,

বাস্তবতা:-


(১) এরশাদ সরকারের সময় এই নেত্রী বলেছিলেন যারা ইলেকশনে যাবেন তারা জাতীয় বেইমান।

(২) ইনি বলেছিলেন বিরোদী দলে গেলেও তিনি হরতাল করবেন না।

(৩) ক্ষমতায় গেলে তিনি ১০ টাকায় চাল খাওয়াবেন এবং বিনা মূরে‌্য সার দিবেন। ঘরে ঘরে চাকরী দেবন।

(৪) ক্ষমতায় গেলে তিনি মন্ত্রীদের সম্পদের হিসাব দেবেন।

(৫) বলেছিলেন ৫৭ বছর বয়স হলে তিনি অবসরে যাবেন।

মন্তব্যর কি প্রয়োজন আছে?

বিষয়: বিবিধ

১৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File