হায় !! এ লজ্জা রাখি কোথায়!!!

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৮ জানুয়ারি, ২০১৩, ০২:৪০:৪৯ দুপুর

তখন ২০০৯ সাল। বাংলাদেশে আওয়ামিলীগ এর আবির্ভাব ঘটে। আমি তখন ভার্সিটির তৃতীয় সেমিষ্টার এর ছাত্র। মেছে থাকি । ছয় জন। আমি সবার ছোট। বাকি পাঁচ জন আমার থেকে ২ - ৪ বছরের বড়। রাতে যখন সবাই এক জায়গায় হয় তখন আস্তে আস্তে গল্প জমে ওঠে। গল্প থেকে রাজনীতি। তখন আমি শুধুই শ্রোতা। কখনই তাদের গল্পে অংশ গ্রহন করি না। এখানে বাংলাদেশের তিন দলের সমর্থক ই আছে। ফলে মাঝে মাঝে যুদ্ধ লেগে যেত। এক দিন তাদের আলোচনায় অংশ গ্রহন না করে পারি নাই। সে দিন খুব বুব ফুলিয়ে বলে ছিলাম যে ( যে শিবির সমর্থক তাকে ) ভাই বেশি ফালাইয়েন না। আওয়ামীলিগ ক্ষমতায় আসছে, একই ভুল দ্বিতীয় বার করবে না। এবার বাংলাদেশে রাজাকারদের ফাসি হবেই হবে। ভাই বলেছিলো... তোমার আওয়ামীলিগ জামাতের বাল ও ছিরতে পারবে না। মনে মনে বললাম সময়ই সব বলে দিবে। Don't Tell Anyone

চার বছর গত হয়ে ২০১৩ সাল

আজ দুপুরে (১৬/০১/১৩) সময় ২ টা। আমি বংশাল থেকে; রায়সাহেব বাজার যাচ্ছি। রাস্তার চার পাশে আজ ছাত্র দল, যুব দল তথা বি এন পি সমর্থকদের বিশাল লাইন। রাস্তার দুই সাইডে লাইনে দাড়িয়ে নানা রকম শ্রোগান দিচ্ছে। দেখে আামার ভালোই লাগতে ছিলো। কিন্তু এক দল শ্রোগান দিচ্ছে “ জ্বালো জ্বালো আগুন জ্বালো” - “ বুড়ী হাসিনার গদিতে আগুন জ্বালো।” মানলাম হাসিনা বুড়ী। ভাই আপনাদের খালেদা কি? তিনি কি বুড়ী হন নাই? আমি রায়সাহেব বাজার এসে দেখি ১০০ থেকে ১৫০ জনের মত জামাত শিবির সমর্থক ও আছে লাইনে দাড়িয়ে। তাদের হাতে ব্যনার তাতে লেখা প্রহসন ও মিথ্যা মামলা বন্ধ কর, জামাতের মহান নেতাদের নি:শ্বর্ত মুক্তি দিতে হবে। আমি বুঝলাম না। তারা কি ভাবে বলে মিথ্যা মামলা? তাহলে কি তারা যুদ্ধ অপরাধি না? এটলিস্ট সত্য কে সত্য বলে মানতে শেখ।

কষ্ট পেলাম। রাজাকারদের বাঁচানোর জন্য রাজপথে মিছিল হয়। আর আমরা তা দেখি। দেখা ছাড়া আমাদের কিছুই করার নাই। যা হোক আর বর্তমান সরকারের আর বাকি আছে মাত্র ১ বছর। যদি তারা সত্যি সত্যি ফাঁসি না দেয় রাজাকারদের। তাহলে? তাহলে তো ঐ ভাইয়ের কথা সত্য হয়ে গেল । আওয়ামীলিগ জামাতের বাল ও ছিরতে পারলো না। হায়! এ লজ্জা রাখি কোথায়!!!!! Bring it On Bring it On

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File