মঙ্গলের আকাঙ্খায়
লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ১৮ জানুয়ারি, ২০১৩, ০৩:০০:৫৬ দুপুর
রোজকার মত সেদিনও
উদাসী মনে দাড়িয়েছিলাম
ঘরের সামনে ছোট্ট বারান্দায় ।
দিনটি ছিল ------
ধুত তেরি কেন যে-----
ও হ্যা মনে পড়েছে
সেদিন ছিল মঙ্গল বার।
Lucky 7 Day’র মধ্যে
এটা নাকি খুব ভাল দিন (!?),
যত সব মঙ্গল নাকি
এ দিনটিতেই ঘটে (!?)।
আমিও মঙ্গল ভেবে
অজানা এক মঙ্গলের আকাঙ্খায়
টাইম কিপারের মত ১-২-৩ করে
অসহ্য সময়টা গুনছিলাম।
এমনি এক অপ্রত্যাশিত সময়ে
আমাকে অবাক করে দিয়ে
এক অপরুপা এসে বলল,
আপনি যাবেন না ?
বললাম, কোথায় যাব?
অপরুপা বলল,
কেন, রোজ বিকালে যেথাই যাই।
আমি অবাক চোখে বিষ্ময় নিয়ে
তাকিয়ে আছি অপরুপার দিকে।
রাজ্যের সমস্ত মঙ্গল চিন্তাগুলো
কয়েক ট্রিলিয়ণ বেগে নিউরনের ভেতরে
ছুটোছুটি করছে লাগামহীন ঘোড়ার মত।
অপরুপা বলল, আনমনে কি ভাবছেন ?
বললাম তোমাকে ।
বাঁকা ঠোটে দুষ্টুমির মিষ্টি হাসি দিয়ে
অপরুপা বলল, মিথ্যে কথা ।
বললাম, সত্যি বলছি মাইরি
একেবারে তোমার মত জ্বলজ্যান্ত সত্যি।
অপরুপা বলল,বুঝেছি আপনি তাহলে যাবেন না
বললাম এমনতো কথা ছিল না?
আড়চোখে একটু তাকিয়ে অপরুপা,
চোখের সামনে থেকে মাইনাস হতে লাগলো ।
আমার মঙ্গল চিন্তার আকাশে
অমঙ্গলের অশনি সংকেত বাজতে লাগলো
হৃদয় দেশে প্রবল সুনামীর চোটে
দু’চোখে নেমেছে মহাকালের অন্ধকার ।
চিৎকার করে বললাম, আমি যাব
আমি যাব অপরুপা।
বিষয়: সাহিত্য
১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন