ডিজিটাল কৌতুকে, ডিজিটাল হাসি
লিখেছেন লিখেছেন এম এ এস মানিক ১৫ জানুয়ারি, ২০১৩, ০৪:৪৯:৫৫ বিকাল
পৃথিবীর আর কোথাও ঢালাওভাবে “ডিজিটাল” শব্দটাকে ব্যবহার করা হয়েছে কি না আমার জানা নেই। রাজনীতি থেকে অর্থনীতি এমনকি পারিবারিক নীতিও ডিজিটাল হচ্ছে। সরকারী সবকিছুই (সরকার,মন্ত্রী,কারচুপি,দুর্নীতি) তো ডিজিটাল। সবকিছুই যখন ডিজিটাল হচ্ছে....তাহলে আমাদের হাসিটা কেন এনালগ থাকবে। চলুন সবাই মিলে ডিজিটাল কৌতুকে, ডিজিটাল হাসি
=====================================================
ডিজে-১ @ দুই বন্ধু...
- কি রে এত হন্তদন্ত হয়ে কোথায় চললি?
- টয়লেটে যাই, একটু ডাউনলোড করে আসি।
- ওহ্, তাহলে আমি চলে যাই। তোর তো আবার ডায়াল আপ...
- আরে নাহ্, একটু বস। এখন তো পিক আওয়ার স্পিড ভালো পাওয়া যাবে।
ডিজে-২ @ চাচা-ভাতিজা...
- দেখ বাবা, জীবনটাকে একটু ডিফ্র্যাগমেন্ট কর, নইলে ব্যাড সেক্টর পড়তে কতক্ষণ?
- আরে রাখেন চাচা আপনে হইলেন ডস মোডের প্রোগ্রাম আপনে এক্স-পি’র বুঝেন?
- কিন্তু পাইরেটেড ভার্সনে আর কয়দিন? যখন স্ক্যানডিস্ক দিবা তখন তুমিই বুঝবা।
ডিজে-৩ @ ইভ টিজিং...
- ওফ! মেয়েটাকে দেখেছিস? একেবারে ডিভিডি প্রিন্ট।
- সিআইএইচ ভাইরাস কোথাকার। তোদের ঘরে কি মাদার বোর্ড নেই?
- ওরে খাইছে! এ তো নর্টন এন্টি ভাইরাস! চল জলদি রিবুট করি...
ডিজে-৪ @ ঝগরাটে ও দর্শক...
- তোর মাথার হার্ডডিস্ক-এ বাড়ি দিয়া ব্যাড সেক্টর ফালায়া দিমু!
- কি কইলি! আমি তোর প্রসেসরের ফ্যান খুইল্যা র্যাম-এ লাগায়া দিমু।
- ব্যাপার কি? ওদের কি হার্ডওয়্যার কনফ্লিক্ট?
- আরে নাহ্! এ বয়সে সামান্য এরর হবেই। রিস্টার্ট দিলেই ঠিক হয়ে যাবে।
ডিজে-৫ @ বন্ধুর খোঁজ...
- আরে এতোদিন পর কোত্থেকে লঞ্চ করলি? তোকে তো গুগল সার্চ দিয়েও পাই না!
- আর বলিস না, পাওনাদারের ভয়ে কিছুদিন একটু অফলাইনে ছিলাম।
ডিজে-৬ @ শিশু শিক্ষা...
- লেখ স্বরে-অ
- কত পয়েন্টে লেখব মা? সুতন্বী বোল্ড দিব?
- খবরদার একদম ফাজলামো করবি না। যা ডিফল্ট-এ আছে সেটাই কর।
ডিজে-৭ @ পথে দেখা...
- কিরে তুই নাকি বিয়ে করেছিস? তা তোর বউয়ের এক্সেসরিজ কেমন?
- আর বলিস না মায়ে’র পছন্দ। যেমন তার রেজ্যুলেশনের অবস্থা তেমনই সাউন্ড কার্ড।
- হায় হায় তাহলে তো তোর সিস্টেম ক্রাশ!
- অসুবিধা নাই, ব্যাক-আপ আছে!
====================================================
পুনশ্চঃ এটা কপি এন্ড পেষ্ট। এটা কারো হোক বা হোক, মিলুক বা না মিলুক তাতে আমি কিছু মনে করব না। নিজের মনে হলে নামটা জুড়ে দিতে পারেন।
বিষয়: বিবিধ
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন