শুকনো পাতা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৫ জানুয়ারি, ২০১৩, ০৬:১২:১৩ সন্ধ্যা



শুকনো পাতার জঞ্জালে তুমি আসলে

প্রজাপতি হয়ে;

আমি রইলাম চেয়ে।

-

হে রূপসী কেনো এ বনে এই বিজনে

আসা আমা সনে;

গেছি আমি তব্ধ বনে।

-

-

কেউ আসে না এখানে আর

কেউ আসে না ভুলে,

কেউ শোনে না আমার গল্প

আমি শুকনো বলে।

-

আজ প্রজাপতি কেন তুমি এলে-

কেন তুমি এলে,

রাঙা রাঙা ওসব বাগান ছেড়ে

এ শুকনো ভুঁইয়ে।

-

এসো না এসো না আমাকে ছুঁয়ো না

আমা রুদ্রতা নিয়ো না বুকে,

যদি নাও রবে জেনে রেখো তবে

আমি উড়ে যাব তপ্ত শোকে।



বিষয়: সাহিত্য

২৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File