টুডেব্লগ কি চায়??

লিখেছেন লিখেছেন কথা সত্য ১৫ জানুয়ারি, ২০১৩, ০৬:১৬:২২ সন্ধ্যা

আজ মাত্র ব্লগটিতে রেজিস্ট্রেশন করলাম। টুডেব্লগ বাধাহীন লেখার অঙ্গীকার দিয়ে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে কোন নিরপেক্ষ ব্লগ নেই। সামহোয়্যারইন ব্লগটিতে সারাদিন জামাত-লীগের কামড়াকামড়ি আর সোনার বাংলাদেশ ব্লগে একতরফা জামাত ও ছাত্রশিবিরের তাকবীর ধ্বনি। আমার ব্লগ অতিভদ্র হতে গিয়ে আস্তিক-নাস্তিক ভাইরাসে আক্রান্ত। এ রোগ সামু ব্লগেও আছে। টুডে ব্লগ আমাদেরকে কোনদিকে নিয়ে যাবে? আমি ব্যক্তিগত ভাবে রাজনীতির প্রতি বিরক্ত। কারো প্রতি আমার সহমর্মিতা নেই। হোক তা ইসলামের নামে কিংবা স্বাধীনতার নামে। রাজনীতির মাঠে সবাই সমান। আবেগ অনুভূতি নিয়ে খেল-তামাশা আমার অপছন্দ। যোগ্যতা এবং জনমত নিয়ে যারা শীর্ষৈ তারাই কর্তা ও কতৃত্ব নিয়ে ব্যস্ত থাকুন। খেলা হোক সমানে সমানে।

আমি একান্তভাবে আশা করবো, অন্তত এ ব্লগে এসব হবে না। নিজেদের হাসি আনন্দ এবং আবেগ ও স্বপ্নের কথামালা দিয়ে পোস্ট আসুক পাতায় পাতায়।

রাজনীতি বিষাক্ত বাক্য কিংবা আধুনিক নাস্তিকতার নামে মূর্খতা অথবা অতিধার্মিকতার নামে ভন্ডামীর প্রোপাগান্ডা- টুডেব্লগ কি পারবে এসব ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে?

টুডেব্লগে এটাই আমার প্রথম পোস্ট। একরাশ ভালোবাসা নিয়ে শুরু করলাম নিয়মিত লেখালেখি। আশা করবো, এ ভালোবাসা কখনো ঘৃণায় পরিণত না হোক।

আর ব্লগের মনোগ্রাম কিংবা লোগোটি ইংরেজীতে কেন? একটি সুন্দর ব্যানার করে তাতে বাংলায় মনোগ্রাম বসানো হোক। এটা দাবী নয়, আবদার। সবাইকে শুভেচ্ছা।

বিষয়: বিবিধ

২৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File