কোথায় স্বাধীনতা???
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ২৬ মার্চ, ২০১৩, ০৫:৫৫:১২ সকাল
---কোথায় স্বাধীনতা???-----
.
.
বেনিয়ারা দেশ চুষেছে দুইশ বছর ধরে,
তেইশটি বছর একই রকম পাকসেনাদের ঘরে।
তবুও বুকে দীপ্ত শপথ, সাহস ছিলো মনে,
স্বাধীনতার মূল্য ছিলো সকল জনে জনে।
তুমি আমি আমরা সবাই লড়েছি কম বেশী,
যুদ্ধ শেষে ভাগ বসালো নব্য বাংলাদেশী।
রক্ত দিয়ে বিজয় কিনে চলছে কত কথা,
ভাইয়ে ভাইয়ে ঘৃনার দহন কোথায় স্বাধীনতা??
জিন্দাবাদ আর জয়বাংলা ছাড় দেয় না কেউ,
লেগেই আছে রুশ, মার্কিন, দিল্লীরাজের ফেউ।
দেশের টাকা বিদেশ পাঠায় দেশটা যেন বাপের,
নিজের দেশে ভিনদেশীদের শেষ হয় না চাপের।
যে যেভাবে পারছে দেখো খাচ্ছে লুটে পুটে,
প্রভুর ডাকে হাজির সবাই এক দমে, এক ছুটে।
দুর্নীতিতে ডুবে ডুবেই নীতি কথার বাহার,
মহাজনী কায়দা করে গড়ছে টাকার পাহাড়।
ছেলে মেয়ে সবাই বিদেশ, পরম নিরাপদে,
দেশে চালায় হরতাল আর ধ্বংস পদে পদে।
পুলিশ কেনা, আমলা কেনা, কেনা বিচারপতি
ত্রানের টাকায় কেনা বিচার, হোকনা দেশের ক্ষতি।
যখন খুশী মারছে তালা তোমার আমার মুখে,
তবুও দেখো সুশীল(!) সমাজ ঘুমায় অতি সুখে।
কাঁটা তারে ঝুলতে থাকুক ফেলানীদের লাশ,
দেশের গলায় তবুও দেখো পরায় ঋনের ফাঁস।
দেশের জমি নিচ্ছে কেড়ে পাশের দেশে প্রভু,
লাজ লজ্জার মাথা খেয়ে চুক্তি চলে তবু।
স্বাধীনতার ভাষন বেচে চলছে ভীষন ধোকা,
সত্যিকারের যোদ্ধারা সব বনছে কেবল বোকা।
মাথা কুটেই মরছে কেবল জনগনের কথা
এমনি করেই নিজের দেশে খুঁজছি স্বাধীনতা।
.
.
.
বন্দী বেদুঈন
বিষয়: বিবিধ
১৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন