বোদলে গেছি

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৭ মার্চ, ২০১৩, ০৩:২৪:১৪ রাত



(এক)

আমি নেই- আগের মতো,

আলসেমী নেই- নেই ভিরুতা

দ্বীনের কাজে- নেই হীনতা

বুক কাঁপেনা- মুখ ঘাঁমেনা

হাটুর ব্যাথ্যায়- জীব শুকেনা

মিছিলে যাবার সেই জড়তা-

হটাৎ কোথায় উধাও ? । ।

(দুই)

ফজর জামাত আর ছুটে না,

ডাকলে মাঠে- আগেই আমি

বজ্রো তুফান- বেগেই নামি

সিংহ সাবক- গর্জে উঠি

বারুদ বোমার- শব্দে ছুটি

গুলির তলে বুকটা মেলে

কামনে খাড়াই শুধাও ? । ।

(তিন)

অশ্রু চোখের শুকিয়ে গেছে,

আবিদ রাহাত- শহীদ হলো

মাসুদ মুজাহীদ- ডেকে গেলো

ইমান ইসলাম ধংশ হবে

ঞ্জানী গুনীর- ফাঁসি দিবে

বাংলা চুসে- দিল্লি খাবে

বলো জীবনের কি দাম ?

ক্ষমা কি দিবে খোদাও ? । ।

মোশাররফ

২৬.০৩.১৩

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File