বাম ডান বাম
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৮:৩৮ দুপুর
বাম ডান বাম, বাম ডান বাম
থামে নাতো কৃষক আর শ্রমিকের ঘাম।
ডান বাম ডান, ডান বাম ডান
পড়ে থাকে গ্যাড়া কলে জনতার প্রান।
বাম ডান বাম, বাম ডান বাম
সব বাড়ে, বাড়ে নাতো জীবনের দাম।
ডান বাম ডান, ডান বাম ডান
গন হারা তন্ত্রের দেখ এ কি শাণ।
বাম ডান বাম, বাম ডান বাম
মাঝখানে ঝোল খায় যদু মধু শাম।
........ বন্দী বেদুঈন
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন