নৌকায় ভোট দিমু নিশ্চিত.....
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ১৩ এপ্রিল, ২০১৩, ০৩:৫৯:২৫ দুপুর
হায় হায় নেত্রী এইটা কি বললেন? মদীনা সনদ অনুযায়ী দেশ চললে তো দেশে শরীয়া আইন চালাইতে হইবো।
আপনের আশেপাশের বামেরা তো আপনের ফাঁসী চাইবো এখন।
আপনের মন্ত্রীরাও ক্ষেপব। মাল, চোরঞ্জিত, আবুল, হারুন, মেনন এদের তো হাত কাটতে হইবো। ওরা কি হাত হারাইতে রাজি হইবো?
তারপর ধরেন সেঞ্চুরী মানিক কিংবা পরিমল গোষ্ঠী সহ ধর্ষনে এক্সপার্ট সোনার ছেলেদের কথা। ওদের তো পাথর মারতে হইবো। নিদেন পক্ষে অঙ্গ বিশেষ কর্তন করতে হইবো। আপনের কি মনে হয় ওরা সেই অঙ্গ হারাইতে রাজি হইবো?
তারপর ধরেন কাদিয়ানীদের বিপক্ষে যাইতে হইবো আপনেরে। এতে হলুদ আলো সহ ওগো সব মিডিয়া ক্ষেপবো। ওরা রাজি হইবো তো ব্যবসা হারাইতে?
নাস্তিক গো কথা বাদই দিলাম। ওরাও মনে হয় রাজি হইবো না টু-পাইস ইনকামের রাস্তা বন্ধ হইলে।
আর দাদার দেশের কথা আর কি কমু। নিশ্চিত জামাই বাবুর ফোন পাইয়া গেসেন এতক্ষনে।
তবে এই গেরান্টী দিতে পারি কোন হরতাল লংমার্চ আপনারে বাধা দিতে আইবো না।
ভাইবা দেখেন বুবুজান।
যদি সত্যিই এইসব একশন নিতে পারেন। ঈমানে কই আগামী ইলেকশনে এই বন্দী বেদুঈনের একটা ভোট নৌকায় নিশ্চিত। জয় বাংলা
বিষয়: বিবিধ
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন