ছোট্ট একখান প্রশ্ন
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ২৫ এপ্রিল, ২০১৩, ০৪:২০:৫২ রাত
হেফাজতে নারী নেত্রী প্রাচী আপা এবং তার সহকর্মী নারী অধিকার নেত্রীবৃন্দ যতটুকু সময় আপনেরা নারীর পর্দা না করার অধিকার নিয়া ব্যস্ত থাকেন তার চেয়ে একটু বেশী সময় নারীর অন্ন, বস্ত্র, শিক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য আর ধর্ষন না হবার অধিকারের জন্য দিতেন তাইলে নারীর হয়তো কিঞ্চিৎ লাভ হইতো। একের পর এক ঘটনায় নারী পোশাক শ্রমজীবীরা কাতারে কাতারে মরছে। আমার মত আপনারাও জানেন এগুলো কেআন দুর্ঘটনা নয়, হত্যাকান্ড। কিন্তু কথনোই আপনাদের কোন আওয়াজ পাই না। জানি পাবোও না। এইসব হত্যাকারী মালিকদের কাছ থেকে টু পাইস চান্দার উপরই তো আপনাদের ব্যবসা বানিজ্য চলে। মৃতদের প্রাণের দাম কখনও ২০হাজার টাকা, কখনও তারও কম। আর আহতদের হিসেব কে রাখে? মাঝে মনে হয় এইসব হত্যাকারীরা মরলে বেআঝা যেত প্রাণের দাম কত। আসলেই তো প্রাণের দাম কে নির্ধারন করে? আপনারা কেউ জানেন?
.....বন্দী বেদুঈন। ২৪শে এপ্রিল ২০১৩
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন