ভুরিভোজ!!!!
লিখেছেন লিখেছেন বন্দী বেদুঈন ০৫ জানুয়ারি, ২০১৩, ০৩:০২:১৪ রাত
দেশজুড়ে আজ চলছে দেখ
বিশাল ভুরি ভোজ
খাবার মেনু? আম জনতা
হরদম হর রোজ।।
মিডিয়া খায় মগজটুকু
দারুন মশলা মেরে
রক্ত চোষে আমলারা সব
ফন্দি ফিকির করে।
দাত দিয়ে আজ মাংস ছিড়ে
আম জনতার নেতা,
সুশীল সমাজ ঝোলটুকু খায়
তবুও বলে কথা।
সব সময়েই আম জনতা
ওদের খাবার পাতে,
চলছে চলুক এমনি করে
কি আসে যায় তাতে।
........ বন্দী বেদুঈন
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন