মহাসড়কে আলু ঢেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিনব প্রতিবাদ
লিখেছেন লিখেছেন তহুরা ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৬:১০ সকাল
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শতাধিক কৃষক দাম না পাওয়ায় বুধবার সকালে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে আলু ঢেলে অবরোধের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। আলু চাষীরা স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রী বরাবরে। বুধবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলায় আলুচাষী সংগ্রাম পরিষদের উদ্যোগে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পুরাতন শহীদ মিনার মোড়ে শতাধিক কৃষক সড়কে ৪০/৫০ বস্তা আলু ঢেলে ১ ঘণ্টা সড়ক অবরোধ করেন। আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় এবার বীরগঞ্জসহ জেলার সব কৃষক অর্থনৈতিকভাবে দারুণ ক্ষতির শিকার হয়েছেন। আলুচাষীদের এই অভিনব প্রতিবাদ সাধারণ মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।
আলু ঢেলে মহাসড়ক অবরোধকালীন প্রতিবাদ সমাবেশে আলুচাষী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলু চাষী মঞ্জুরুল ইসলাম মিঠু, নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের আলুচাষী মো. আলীমুদ্দিন, শম্ভুগাঁও গ্রামের মো. ইউসুফ আলী, ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মো. রফিকুল ইসলাম,পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া গ্রামের মো. আব্দুস সালাম, সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের আলুচাষী মো. আব্দুর রশিদ প্রমুখ।
উপজেলা সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের আলুচাষী মো. আব্দুর রশিদ আক্ষেপ করে জানালেন অনেক স্বপ্ন নিয়ে সমিতি এবং এনজিও হতে ঋণগ্রহণ করে ১ একর জমি ৮ হাজার টাকায় চুক্তিতে আলু চাষ করেছিলাম। ১ একর জমিতে সার, বীজ, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরিসহ খরচ হয়েছে ৫৫ হাজার ২শত টাকা। জমি চুক্তি ও কৃষি উপকরণ এবং শ্রমিকের মজুরিসহ সর্বমোট ব্যয় হয়েছে ৬৩ হাজার ২শত টাকা। ১ একর জমিতে আলু আবাদ হয়েছে ৮ হাজার কেজি। ১ টাকা ৮০পয়সা কেজি দরে ৮ হাজার কেজি আলু বিক্রি করেছে ১৪ হাজার ৪শ টাকায়। জমির মালিককে ৮ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট আছে মাত্র ৬ হাজার ৪শ টাকা। ঋণ পরিশোধের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছি। এ কথাগুলো বলতে বলতে তিনি কেঁদে ফেলেন। - See more at: http://www.dailyinqilab.com/2014/02/06/158652.php#sthash.5fCNudZZ.Bv2O5X5c.dpuf
বিষয়: বিবিধ
১৬১১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন