মুক্তিযুদ্ধাদের বলছি হাসিনার টাকার কাছে বিক্রি হবেননা

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৭:৩১ সকাল



খবরঃ মুক্তিযুদ্ধা ভাতা ৫ হাজার টাকা করেছে সরকার !!

মন্তব্যঃ মুক্তিযুদ্ধাদের বলব, আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি ৷

কিন্তু আপনারা জানেন আপনাদের ত্যাগের বিনময়ে অর্জিত সেই স্বাধীনতা বিপন্নের পথে, আজ স্বাধীনতা শুধু মুখেই আছে কার্যক্ষেত্রে স্বাধীনতা পরাধীনতার শিকলে বন্ধি ৷ তাই আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করব, লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বিপন্য করে ৫ হাজার টাকার পিছনে দৌড়াবেন না

এই টাকা দিয়ে সরকার আপনাদেরকে কিনে নিতে চাইছে; আপনারা যদি বিক্রি হয়ে যান তাহলে এই দেশের কি হবে !! আগে দেশ রক্ষা করুন, তারপর ভাতার দিকে নজর দিয়েন ৷

আর যদি তা না পরেন হাসিনার টাকার কাছে বিক্রি হিয়ে যান ! তাহলে নিজেকে মিক্তিযুদ্ধা পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধকে অসম্মান করবেনা ৷ মুক্তিযুদ্ধ আমাদের অনেক সম্মানের জায়গা, কোনো লোভিকে দিয়ে মুক্তিযুদ্ধের সম্মান নস্ট হোক সেটা আমরা চাইনা ৷

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173596
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৯
গৃহস্থের কইন্যা লিখেছেন : মুক্তিযোদ্ধারা কি তাহলে জামাতীদের কাছে বিক্রি হবে!!!!!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File