কিছু সামাজিক প্যারাডক্স !
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪৮:০৬ সকাল
(১)ছেলে যত প্রগতিশীল আর উগ্র আধুনিকই হোক না কেন বিয়ে করতে গেলে খোঁজ করে নামাজী ও সংসারী পাত্রী ।
নিজের মতো প্রগতিশীল ও উগ্র নারীকে তখন আর বিয়ের উপযুক্ত মনে হয় না ।
(২) যখন আপনি কোন গরিব লোককে ২০ টাকা দিতে যাবেন, তখন আপনার কাছে খুব বেশী মনে হবে। কিন্তু যখন আপনি হোটেলের ওয়েটারকে ২০ টাকা দিবেন, তখন আপনার কাছে অনেক কম মনে হবে।
(৩) আপনি যদি সারা রাত জেগে ফেইসবুক ব্যবহার করেন এতে আপনার কোন কষ্ঠ হয় না,
কিন্তু ভোরে ৪ রাকাত নামাজ পড়তে বড়ই কষ্ঠ হয়ে যায়।
(৪) তিন মিনিট আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন না, কিন্তু ৩ ঘন্টার সিনেমাটা আপনার কাছে অনেক ছোট মনে হয়।
(৫) যখন আপনি সাড়ে তিন হাত বড়ি থেকে ইসলামকে বের করে সমাজ বা রাষ্ট্রে ছড়িয়ে দিবেন, তখন আপনি হয়ে যাবেন জংগী,সন্ত্রাস ও উগ্রবাদী। আর যদি ইসলামকে বড়ির ভিতরে রাখেন, তাহলে হয়ে যাবেন শান্তিবাদী বা মানবতাবাদী।
বিষয়: বিবিধ
২২০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন