ইসির গেজেটে ওয়াজেদ মিয়া জীবিত
লিখেছেন লিখেছেন তহুরা ১০ জানুয়ারি, ২০১৪, ০৫:২৬:১৫ সকাল
দুজন বাদ রেখে ২৯০ জন সংসদ সদস্যের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার বিকেলে এই গেজেট প্রকাশ করা হয়।
এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম-পরিচয়সহ ঠিকানা স্থান করে নিয়েছে। আর এতেই প্রয়াত একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রাণ ফিরে পেয়েছেন। তিনি হলেন- এমএ ওয়াজেদ মিয়া।
প্রয়াত এই পরমাণু বিজ্ঞানী টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। তিনি ২০০৯ সালের ৯ মে মারা যান।
গেজেট প্রকাশ বিষয়ে ইসি থেকে জানানো হয়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে গেজেট সম্পন্ন করা হয়। আর বিকেলে তা প্রকাশ করা হয়।
তাড়াহুড়ো করে গেজেট প্রকাশ করতে গিয়ে এই ভুল করে ফেলেছে নির্বাচন কমিশন। তবে ক্ষমতাসীন দলের অনেক নেতা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, অন্য কারো ক্ষেত্রে এমনটি হলে তা মেনে নেওয়া যেতো। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটি কোনোভাবেই ঠিক হয়নি।
গেজেটে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। দুটি আসনেই তার পরিচয়ে স্বামীকে জীবিত দেখানো হয়েছে। অবশ্য মায়ের নাম ঠিকই মৃত বেগম ফজিলাতুন্নেছা হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্থায়ী ঠিকানায় লেখা আছে- গ্রাম-টুঙ্গিপাড়া, ডাকঘর ও উপজেলা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জ। আর বর্তমান ঠিকানা: ৫৪ (সূধাসদন), ৫ ধানমন্ডি আবাসিক এলাকা ধানমিন্ড, ঢাকা।
এম এ ওয়াজেদ মিয়া রংপুরেরই সন্তান ছিলেন। ১৯৪২ সালে রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার এই এলাকা থেকেই শেখ হাসিনা এবার নির্বাচিত হয়েছেন।
বিষয়: বিবিধ
২২১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াজেদ মিয়ার ব্যাপারে লোক ফিক্সড্ করা আছে । এই ব্যাপারে টেনশন না নিলেও চলবে
মন্তব্য করতে লগইন করুন