সুপ্রিমকোর্টে আ.লীগের জঘন্যতম নারকীয় তাণ্ডব ।আইনজীবী সিমকি ঈমামোকে এই ভাবেই মারধর করল লীগ বাহিনী ।।
লিখেছেন লিখেছেন তহুরা ৩০ ডিসেম্বর, ২০১৩, ০২:৫৭:০৬ রাত
সুপ্রিম কোর্টে নজিরবিহীন হামলা চালিয়েছে আওয়ামী লীগের ক্যাডাররা। তারা পুলিশের সামনেই পুলিশের সহযোগিতায় আদালতের ভেতর আইনজীবীদের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় প্রায় অর্ধশত আইনজীবী মারধরের শিকার ও লাঞ্ছিত হন। আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে আওয়ামী লীগের একটি লাঠি মিছিল সেখানে এসে সমবেত আইনজীবীদের ধাওয়া করে। এর আগে পুলিশ তাদেরকে ভিতরে প্রবেশের জন্য গেইট খুলে দিয়ে দূরে সরে যায়। সরিয়ে নেয় জলকামান ও রায়ট কার। আজকে সারা পৃথিবি দেখলো বাকশালীদের গনতন্ত্রের চেহারা,আইনজীবী সিমকি ঈমামোকে এই ভাবেই মারধর করেছে সরকারের সোনার ছেলেরা যাদেরকে গনতন্ত্রের ভাষায় হায়েনা বলা হয় । দেশের সর্বচ্চো আইনি ময়দান সুপ্রিম কোর্টের ভিতরে সরকার তাঁর গৃহ পালিত সন্ত্রাসিদের পাঠিয়েছে অভিযাত্রা ব্যহত করতে । আর এর জন্য দায়ী আইন প্রতিমন্ত্রি টাকলু কামরুল । কামরুলই গতকাল এমন ঘটনার আভাস দিয়েছিল । তাই বি এন পির উচিত এখন এই টাকলু কামরুলকে শায়েস্থা করা । এই কামরুল যেন কোণ অবস্থায় পালাতে না পারে সেদিকে লক্ষ্ রাখুন । আর সেই সাথে লাল বৃত্তের এই সন্ত্রাসিদের চিনে নিন ।
জাগো বাংলাদেশ জাগো
৩০ ডিসেম্বর
দেশকে বাঁচাতে
গণতন্ত্র মুক্তি পাক,
স্বৈরাচার হাসিনা নিপাত যাক’
দেশবাঁচাও, মানুষবাঁচাও, ইসলামবাঁচাও
বিষয়: বিবিধ
২৫২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন