বি এন পি'তে পুরুষ মানুষ কেবল একজন,তার নাম খালেদা জিয়া
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৪:২৭:২৫ রাত
আজ থেকে কয়েক বছর আগেই শুনেছিলাম,কে যেন বলেছিলেন, সম্ভবত জামায়াতের সাবেক আমীর বলেছিলেন, বি এন পি'তে পুরুষ মানুষ আছেন কেবল একজনই, আর তার নাম বেগম খালেদা জিয়া। জানিনা এই কথাটা তিনি সত্যিই বলেছেন কি না। কেননা আমার নিজ কানে তার মুখ থেকে শুনিনি, আমি শুনেছি অন্যের কথায়। তবে তিনি কথাটা বলেন বা নাই বলেন কথাটাতো শতভাগ সত্য ও খাটি বলে বারবার প্রমানিত হচ্ছে এবং সর্বশেষ ২৯ শে ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসিতে তা আবার প্রমানিত হলো।
সরকার যখন স্বৈরাচারী ও বাকশালী আচরনের অতীতের সকল রেকর্ড ভংগ করছে তখন প্রধান বিরুধীদল হিসাবে বি এন পি'র নেতা কর্মীরাও ভয়ে গর্তে লুকিয়ে থাকার অতীতের সকল রেকর্ড ভংগ করছেন। আজ যেন বি এন পি ও আওয়ামীলীগ ইদুর বিড়াল খেলা খেলছে। ইদুর দেখলেই বিড়াল ধাওয়া দিবে এটাই স্বাভাবিক। ইদুর গর্তে ঢুকলেও বিড়াল তাকে বের করে যা করার তাই করবে। বিড়াল যদি এর ব্যতিক্রম করে,বুঝতে হবে বিড়ালটি অসুস্হ্য। যা আজ আমরা বি এন পি ও আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে সচরাচর দেখছি। বি এন পি'র নেতা কর্মীরা যতই গর্তে লুকানোর চেষ্টা করছেন বিপরিতে আওয়ামীলীগ তাদের কর্ম ঠিকই করে যাচ্ছে। কোথাও লুকিয়েও ঠাই হচ্ছেনা বি এন পি নেতা কর্মীর। আওয়ামীলীগ যেন তাদেরকে গর্ত থেকে টেনে হেচড়ে বের করে তাদের জীবিকা বানাচ্ছে ঐ ইদুর বিড়ালের আচরনের মত।
আওয়ামীলীগের মাঠের ভুমিকায় আমি কখনো হতবাক হইনা, গতকালও হইনি। কারন এটা আওয়ামীলীগের চারিত্রিক ইতিহাস। আওয়ামীলীগের অতীতের চরিত্র তাইই বলে। আওয়ামীলীগ কখনো রাজনৈতিক মাঠে অন্যকে সহ্য করতে পারেনা। পেশি শক্তি নির্ভর এই দলটি সব সময়ই প্রবল শক্তি ব্যায় করে রাজনৈতিক মাঠ দখল করে থাকে। প্রয়োজনে শত শত লাশ পড়ুক,কোন অসুবিধা নেই। তারা লাশের উপর নৃত্য করে মাঠ দখলের উৎসবও করে থাকে। তার উপর এবারতো পুলিশ বাহিনীকে তাদের দলীয় ক্যাডারে পরিনত করেছে।একে একে দুই মিলে আজ তাদের শক্তি এতটাই উচ্চতায় পৌছেছে যে আজ বি এন পি'র নেতা কর্মীরা বড়ই অসহায় হয়ে পড়েছে।
আজ কোথায় জিয়ার সৈনিকেরা(ইদুর ছানারা)? আজ তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমরা ইদুরের মত গর্তে লুকিয়ে থাকবে , নাকি বিড়াল ধরার জন্য সিংহের গর্জন দিবে। আজ তোমাদের নেত্রী যা করেছেন এতে করে তোমাদের ইজ্জত কিছুটা হলেও রক্ষা হয়েছে। আজ কোথায় তোমাদের বাঘা(!)বাঘা(!) নেতাগুলো। কোথায় তোমরা, যারা নিজেদেরকে জিয়ার সৈনিক হিসাবে শ্লোগান ধর। বেগম খালেদা জিয়ার পাশে আজ কেন একজনও বাঘা(!) নেতার মুখ টিভি স্ক্রীনে দেখলাম না। কেন তোমাদের নেত্রীকে পুলিশ যখন অবরুদ্ধ করে রাখে তা থেকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য একটি মিছিলও কেন তোমরা করতে পারনি। এতটাই অসহায় তোমরা হয়েছো যে একটা মিছিল বের করার মত সাহস তোমাদের নেই।
বিষয়: রাজনীতি
২৮২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন