এরা দারুন প্রগতিশীল!! নগ্ন ভিডিও ধারণের দায়ে গ্রেপ্তার হল চ্যানেল-১৬’র এমডি
লিখেছেন লিখেছেন তহুরা ০৪ নভেম্বর, ২০১৩, ১০:০৫:২০ রাত
সহকর্মীর নগ্ন ভিডিও ধারণ করে ব্লাকমেইল
করার দায়ে আটক হয়েছেন বিনোদনভিত্তিক
টিভি ‘চ্যানেল-১৬’ এর ব্যবস্থাপনা পরিচালক
কে. জি মুহিত।
বুধবার রাত সাড়ে ৮টা দিকে রাজধানীর ধানমন্ডির
ল্যাবএইড হাসপাতালের
সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়
বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, সহকর্মীর নগ্ন ভিডিও ধারণ
করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং করে আসছিলেন
তিনি। গত ২৯ জুন এ বিষয়ে মামলা দায়েরের
পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
একই বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও
ভিকটিম সাপোর্ট সেন্টারের
তদন্তকারী কর্মকর্তা নাসিমা জাহান দ্বীপ
গুলশান ও ধানমন্ডি থানা পুলিশ সহায়তায়
তাকে গ্রেফতার করে। গত ২৮ জুন তার
বিরুদ্ধে গুলশান থানায় যৌন হয়রানীর
অভিযোগে মামলা মামলা করা হয়।
পরবর্তীতে মামলাটি তেজগাঁও থানার ভিকটিম
সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।
জানা যায়, কে. জি. মুহিত দীর্ঘদিন ধরেই ওই
নারী সহকর্মীর বেতন বকেয়া রেখেছিলেন।
তবে সুকৌশলে তিনি তার নগ্ন ভিডিও ধারণ
করে, পাসপোর্ট জব্দ করে তাকে দীর্ঘদিন
ধরে ব্ল্যাকমেইলিং করে আসছিল।
বিষয়: বিবিধ
২৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন