ফুলের নাম নারীলতা- আল্লাহর কুদরতী....................................
লিখেছেন লিখেছেন জোসনা বিবি ০৪ নভেম্বর, ২০১৩, ১০:০৩:২৩ রাত
নাস্তিকরা স্রোষ্টায় বিশ্বাস করে না। অথচ চিন্তা করে দেখুন মহান আল্লাহপাক তার জমিনে বান্দার জন্য কতইনা নিদের্শন রেখে দিয়েছেন, তারপরও জাহেল বান্দারা কত গোমরাহি-কুফরিতে লিপ্ত। এ জন্যই আল্লাহ বলেছেন- আমি তাদের অন্তর সীল মহর করে দিয়েছি।
নারীলতা’ একটি নগ্ন ফুলের নাম! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম আমরা শুনেছি এবং দেখেছি। কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখছেন? ফুলটি দেখলে অনেকরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। তবে বাস্তবেই এমন ধরনের ফুল আছে পৃথিবীতে। থাইল্যান্ডে দেখা মেলে এমন ফুল গাছের।
থাইল্যান্ড ছাড়া শ্রীলংকাতেও এই ফুল পাওয়া যায়। থাইল্যান্ডে একে বলে Nareepol Ges এবং এবং শ্রীলংকাতে বলে Liyathabara Mala |নারীলতা গাছে প্রতি বিশ বছর পর পর ফুল ফুটে।
বিষয়: বিবিধ
২৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন