[b]উপজেলা নির্বাচনে জোটের শরিক দল জামায়াতকে নিয়ে দারুণ অস্বস্তিতে পড়েছে বিএনপি[/b]
লিখেছেন লিখেছেন মুিনর ১৮ মার্চ, ২০১৪, ০৬:৩৩:৩০ সন্ধ্যা
উপজেলা নির্বাচনে জোটের শরিক দল জামায়াতকে নিয়ে দারুণ অস্বস্তিতে পড়েছে বিএনপি। জামায়াতের ভূমিকায় নির্বাচনী ফলাফল ও রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে দলটি।
আজকের একটি দৈনিক পত্রিকায় এ লেখা দেখলাম। এবং এ লেখা কয়েকবার পড়ে বিচার বিশ্লেষনের চেষ্টা করলাম। আসল সত্যটা বের করার চেষ্টা করলাম। তৃতীয় ধাপের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ থেকে কম পাওয়ার কারণ কি? এ পরাজয়ের জন্য জামায়াত দায়? না অন্য কিছু?
নীছের লেখা পড়লে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারব এ পরাজয়ের জন্য কারা বেশী দায়?
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির একাংশ পরাজয়ের জন্য জামায়াতকেও কিছুটা দায়ী করে আসছে। অথচ বিশ্নেষনে দেখা যাচ্ছে জামায়াতের বিশাল আকারের ছাড়ের ফলেই বিএনপির আসনগুলোতে জয় অনেকটা ত্বরান্বিত হয়েছে।
তৃতীয় ধাপের মোট ৮৫ টি উপজেলার মধ্যে ০৪ টি স্থগিত করায় নির্বাচন হয় ৮১ টি আসনে। এতে জামায়াত চেয়ারম্যান পদে নির্বাচন করে মাত্র ২৪ টি উপজেলায়। অর্থাত জামায়াত বিএনপির জন্য ৬১ টি উপজেলায় কোন প্রার্থী দেয় নি। পক্ষান্তরে বিএনপি ৮৩ টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রাথী দাড় করায়। মাত্র দুটি আসনে তারা জামায়াতকে ছাড় দেয়।
বিএনপির ছাড় না দেওয়ার কারনে জামায়াত ১১ টি আসনে স্পল্প ভোটের ব্যবধানে ২য় স্থানে থেকে পরাজিত হয়। আর এতে জামায়াতের তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে জামায়াত কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্যাপক সমালোচনা করে।
যারা বিএনপি ভিতরে থেকে জামায়াত বিএনপির পাটল ধরানোর চেষ্টা করতেছে, এ প্রপাগন্ডা তাদেরই। বিএনপির ভিতর একটা অংশ সব সময় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ দালালরা আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কাছে প্রাচার করে দিচ্ছে।
এজন্য বিএনপির যে কোন কর্মসূচী বাস্তবায়ন করা কঠিন থেকে কঠিন হতে চলেছে। এ ষড়যন্ত্রগুলো আগে ঢাকা শহরে সীমিত ছিল। এখন তৃণমুলে ও বিস্তার করার চেষ্টা হইতেছে। ম্যাডাম খালেদা জিয়া যদি এ সমস্ত ষড়যন্ত্রকারী দালালদের চিহ্নিত করে, কঠোর হস্তে দমন করতে না পারেন। তাহলে ম্যাডামকে ভবিষ্যতে আরো কঠিন খেসারত দিতে হতে পারে। সকলে দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেন যারা বাংলাদেশের সার্বমৌত্বকে রক্ষা এবং ইসলামকে রক্ষা করার পক্ষে কাজ করে, তাদেরকে সকল ষড়যন্ত্রকারীর কবল থেকে রক্ষা করেন। আমিন।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন