আমি যাতে আমার কথা রাখতে পারি ........
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১৮ মার্চ, ২০১৪, ০৭:০৩:৩৭ সন্ধ্যা
শুধু আমার মুখে শোনা গল্প আর কথায় ইসলামী আন্দোলনের ফ্যান হয়ে উঠেছিল ওরা দুই ভাই-বোন !
শহীদ আব্দুল কাদের মোল্লার যেদিন যাবজ্জীবনের রায় হলো, মেয়েটা হেসে বলল : “স্যার ওরা আমাদের ভয় পাইছে” ! আর যেদিন চবিতে মাসুম হায়দার ভাই শহীদ হলো ,সেদিন ছেলেটাকে ফুফিয়ে ফুফিযে কাদতে দেখেছিলাম ! সত্যি সেদিন আমি খুব অবাক হয়েছিলাম ইসলামী আন্দোলনের প্রতি এই ছোট্ট কিশোর-কিশোরীর ভালোবাসা দেখে !!!
অথচ বিধির কি বিধান, আমার এমন নিস্পাপ দুই ভাইবোন আজ এতিম ! গতকাল সন্ধায় তাদের বাবা এই পৃথিবী ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন।
র্দীঘ আড়াই বছর পড়ানোর পর গতমাসে আরেক সাথী ভাইকে ওদের পড়ানোর দায়িত্ব দিয়ে চলে এসেছিলাম। কিন্তু ওরা আমাকে কতটা ভারোবাসে বুঝতে পারলাম গতকাল। বাবার মৃত্যূর পর প্রথম ফোনটা আমাকেই করেছিল তারা। কতইনা কাছের ভাবে এই নাদানকে !
তাই আজ কথা দিয়ে আসলাম : “পড়াই বা না পড়াই চিরদিন সুখে-দু:খে তোদের পাশে থাকবো।” আমি যাতে আমার কথা রাখতে পারি ,ওই দুই এতিমের পাশে দাড়াতে পারি তার জন্য দোযা করবেন। দোয় করবেন আমার ওই দুই মজলুম ভাইবোনের জন্য যারা এই ছোট্টবয়সে বাবাকে হারালো।
আল্লাহ তাদেরে ধৈয্য ধরার তৈফিক দিন । আমীন ।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন