দালাল দেখেছি কিন্তু এত নিম্নমানের দালাল দেখি নাই।
লিখেছেন লিখেছেন মুিনর ০৫ নভেম্বর, ২০১৪, ০৪:২৮:৩৮ বিকাল
আপনাদের মত জ্ঞানপাপীদের কারণে 43 বছরে ও বাংলাদেশ যতটুকু অগ্রসর হওয়ার দরকার ছিল তার 10% ও অগ্রসর হয় নি। আমাদের মাতৃভুমি সোনার বাংলাদেশকে আপনাদের মত কিছু দালাল নিজেদের স্বার্থের জন্য জাতীর স্বার্থকে বিসর্জন দিতে বিন্দু মাত্র ও চিন্ত করেন না। 1/11 এর সময় আপনাদের মত কিছু দালালেরাই সেনা সমার্থিত সরকারের সমস্ত কর্মকান্ডকে বৈধতা দিয়েছেন। এবং ঐ অবৈধ সরকার থেকে ভাতা নিয়েছেন। এখন মাইনাস টু ফরমুলার পাপ মোচন করার জন্য বর্তমান অবৈধ সরকারের গুনগানে লিপ্ত হয়েছেন। এ সব কিছু আপনাদের মত দালালদেরই করতে পারেন। জামায়াতের কোন নেতা করতে পারে না। তার উদাহরণ 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুইজন নেতা মন্ত্রী ছিলেন, তাদের দুর্নিতীকে দুরবিন দিয়ে সার্চ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দুর্নিতীর দ ও খুজে পায় নাই, সেনা সমার্থিত কেয়ারটেকার সরকার বা বর্তমান অবৈধ সরকার অনেক চেষ্টা করে ও তাদের বিন্দুমাত্র দুর্নিতী প্রকাশ করতে পারে নাই।
জনাব মাহফুজ আনাম সাহেব বলেছেন: এটা কোনো প্রতিশোধ নয়। কোনো ধরনের উচিত শিক্ষাও নয়। এটা হিসেব-নিকেষের দর কষাকষিও নয়। যদি বলা হয় রাজনীতি, তবে তাও নয়। এর মাধ্যমে ন্যায় বিচারের বহিঃপ্রকাশ ঘটলো। এর মাধ্যমে সেই রাজনৈতিক নেতাদের বিচারের আওতায় আনা হলো যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। এটিতে ন্যায় বিচার ও স্বচ্ছতার ষোলকলা পূর্ণতা পেল। চূড়ান্ত বিশ্লেষণে বলা যায়, বিচারটির মাধ্যমে সর্বোচ্চ আইন প্রতিষ্ঠা ও মানবিক অধিকারের মূল্যায়ন হয়েছে, যে শিক্ষা আমরা আন্তরের গভীর থেকে পেয়েছি।
আপনি উপরে যে কথাগুলো লিখেছেন দ্য ডেইলি স্টার পত্রিকায় লেখাটি অনুবাদ করেছেন: গোলাম ইউসুফ সাগর এ লেখা আমি কয়েকবার পড়েছি, আপনাদের মত কিছু জ্ঞানপাপীদেরকে আমরা আগে থেকেই দালাল মনে করতাম কিন্তু এত নিম্নমানের দালাল সেটা হয়ত জানতাম না। আপনি লিখেছেন এটা কোন প্রতিশোধ নয়, এটাকে রাজনীতি ও বলা যাবে না। 1971 সালে নিজামী মুজাহিদরা অর্থাৎ জামায়াতে ইসলামী কি শুধু মাত্র স্বাধীনতার বিরোধীতা করেছিলেন? আওয়ামী লীগে যে 23 জন চিহ্নিত রাজাকারের তালিকা দেওয়া হয়েছে তাদের বিচার হচ্ছে না কেন? এই ব্যাপারে আপনি কিছুই লেখেন নাই কেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যতগুলো মানবতা বিরুরী অপরাধ হয়েছে এ সব অপরাধীদের বিরুদ্ধে আপনারা কি ভুমিকা রাখছেন? দুর্নিতীর কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পীছিয়ে যাচ্ছে, ইয়াবা, ফেনসিডিলের সয়লাভের কারণে আমাদের তরুন প্রজম্ম বিনাশ হয়ে যাচ্ছে, এ সব প্রতিরোধের ব্যাপারে আপনাদের কি ভুমিকা ছিল বা আছে? শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেছে সেটা কি মানবতা বিরুধী অপরাধ নয়? সে ব্যাপারে আপনার কি ভুমিকা ছিল? এ শেয়ার বাজারের ত্রিশ লক্ষ মানুষের সবকিছু বিনাশ হয়ে গিয়েছে, অনেকে আত্মহত্যা ও করেছেন তখন আপনার কি ভুমিকা ছিল?
আজকে আপনি যাদের মানবতা বিরুধী অপরাধের কথা লিখেছেন, 1971 সালে তারা কি কারণে স্বাধীনতার বিরুধী করেছেন সেটা আপনার ভালভাবে জানার কথা। আপনারা জেনে ও না জানার ভান করবেন কেননা আপনাদের কাছে বাংলাদেশ প্রেম থেকে ভারত প্রেম অনেক বেশী। ভারত স্বাধীনতার সময় আমাদেরকে সাহায্য সহযোগীতা করেছে সেটা অস্বীকার করার নাই। কিন্ত ভারত আমাদেরকে সহযোগীতা করেছে তাদের নিজেদের স্বার্থে আমাদের স্বার্থের জন্য বিন্দু মাত্র ও সহযোগীতা করে নাই। ভারত 1971 সাল থেকে এ পর্যন্ত শুধু আমাদের দেশ থেকে নিয়েছে আমাদেরকে কিছুই দেই নাই।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারত আমাদের যতটুকু ক্ষতি করেছে, আজকে যাদেরকে 1971 সালের মিথ্যা মানবতা বিরুধীর কথা বলে মৃত্যুদন্ড দেওয়া হচ্ছে তাদের কারণে বাংলাদেশের 000001% পরিমান ক্ষতি হয় নাই। 43 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এ 43 বছরে আজকে বা কালকে যাকে হত্যা করা হবে তার দ্ধারা বাংলাদেশের বিন্দু পরিমান ক্ষতি হয়েছে এর প্রমাণ বাংলাদেশের কোন নাগরিক দিতে পারবে না। তারপরও এরা মানবতা বিরুধী, এরা স্বাধীনতা বিরুধী। কেননা দেশ স্বাধীন হওয়ার পর এরা দালালী না করে ববং সব সময় দেশের কল্যাণে কাজ করেছেন দেশের উন্নয়নে কাজ করেছেন। সত্যিকার অর্থে এরা স্বাধীনতা বা মানবতা বিরুধী এমন কিছু নয়, এদের বড় দোষ হল উনারা ভারত বিরুধী তাই আজকে উনাদের অন্যায় বিচারের মুখামুখি হতে হয়েছে।
হে আল্লাহ আমাদের মাতৃভুমিকে তুমি একমাত্র রক্ষা করার মালিক। মুনির জেদ্দা থেকে
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন